সংগীত পরিচালক শেখ সাদী খানের সুর ও সংগীত পরিচালনায় এবারই প্রথম কণ্ঠ দিলেন আসিফ আকবর। ইরানী বিশ্বাসের প্রথম চলচ্চিত্র ‘লাভ ইউ লাভ ইউ’-এর একটি গানে ১২ জুন কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটিতে তাঁর সঙ্গে আরও গেয়েছেন দিনাত জাহান মুন্নী।
দ্বৈত গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘এত বছর ধরে অনেক গান করেছি, অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি। কিন্তু শেখ সাদী খানের সঙ্গে এবারই প্রথম গান করার সৌভাগ্য হয়েছে। এ জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। গানের কথা, সুর ও মিউজিক সব মিলিয়ে অসাধারণ একটি গান হয়েছে। আশা করছি, এই গানটি চলচ্চিত্রের অন্যতম চমক হিসেবে বিবেচিত হবে।’