টুকরো খবর

শূন্যের 'লটারি' আজ

শূন্য ব্যান্ডের পঞ্চম অ্যালবাম লটারি প্রকাশিত হচ্ছে আজ। ছয়টি গানের এই অ্যালবাম প্রকাশিত হচ্ছে একটি কনসার্টের মাধ্যমে।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ কনসার্টে শূন্য ব্যান্ডের সদস্যরা তাঁদের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করবেন। অ্যালবাম ও কনসার্টটি হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ক্লোজআপের প্রযোজনায়।