নিজের ফেসবুক ওয়ালে নতুন কাজের খবর দিয়ে থাকেন চিত্রনায়ক আরিফিন শুভ। পাশাপাশি ব্যতিক্রম কিছুতে চোখ আটকালে সেটাও শেয়ার করেন তিনি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে আরিফিন শুভর নতুন সিনেমা ‘আহারে’-এর ট্রেলার। ভারতীয় ছবির এই ট্রেলারে শুভকে দেখে সবাই চমকে গেছেন। তবে সম্প্রতি শুভর ফেসবুক ওয়ালে পোস্ট করা একটি খবরে চোখ আটকে গেল। ‘৬০ বছর পর বড় পর্দায় ফিরছেন “অপু”!’
ছয় দশক আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ‘অপু’কে সেলুলয়েডে নিয়ে আসেন সত্যজিৎ রায়। বিখ্যাত ওই ঔপন্যাসিকের ‘পথের পাঁচালি’ ও ‘অপরাজিত’ উপন্যাসকে তিন ভাগে ভাগ করে ট্রিলজি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। সেগুলো হলো ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’। এবার পরিচালক শুভ্রজিৎ মিত্র ‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশের ওপর নির্ভর করে ‘অভিযাত্রিক’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমেও বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হয়তো একটাই, সত্যজিৎ রায় যেভাবে কালজয়ী চরিত্র ‘অপু’কে পর্দায় হাজির করেছিলেন, তা দর্শকের মনে গেঁথে আছে। এখন আবার নতুন করে নির্মিত হলে চরিত্রটি আগের মতো আবেদন ধরে রাখতে পারবে?
সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৫৯ সালে নির্মিত অপুর সংসার সিনেমায় অভিনয়ের সময় সৌমিত্রর বয়স ছিল মাত্র ২৪ বছর। গত ১৯ জানুয়ারি ৮৩ পার করলেন তিনি। বয়সী এই অভিনেতা নিশ্চয়ই অপুর চরিত্রে অভিনয় করবেন না? তাহলে কালজয়ী অপুর চরিত্রে কে আবার পর্দায় আসছেন? শুভ কেন এই খবর তুলে ধরলেন নিজের ফেসবুকে? তবে কি শুভই করছেন চরিত্রটি? মুখে কুলুপ এঁটেছেন এই অভিনয়শিল্পী। বলতে চাইছেন না কিছুই। বারবার প্রসঙ্গে এড়িয়ে একপর্যায়ে মুচকি হেসে বলেন, ‘আমি কিছুই জানি না। একটা কালজয়ী চরিত্র আবার বড় পর্দায় ফিরে আসছে, অভিনয়শিল্পী হিসেবে খবরটি শুনে খুব ভালো লেগেছে। তাই ভাবলাম নিজের ভালো লাগা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিই। ভবিষ্যতে কি হবে না হবে, তা ভবিষ্যতে দেখা যাবে।’
টালিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর কাছের মানুষ পরিচালক শুভ্রজিৎ মিত্র। অন্যদিকে ঋতুপর্ণা আর আরিফিন শুভ বাংলাদেশ ও ভারতের দুটি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের সিনেমাটি মুক্তি পেলেও ভারতের বাংলা ছবিটি এখনো মুক্তি পায়নি। নাম প্রকাশ করতে অনিচ্ছুক, পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘অপুকে নিয়ে সিনেমা নির্মাণ করার কথা শুনেছি। শুরুতে কলকাতার দুজন অভিনয়শিল্পীর নাম শুনেছিলাম। এখন শুনছি বাংলাদেশ থেকেও কেউ থাকতে পারেন। আরিফিন শুভ হতেও পারেন। পরিচালক শুভ্রজিৎ মিত্র ঘনিষ্ঠ ঋতুপর্ণা সেনগুপ্তের। দুয়ে দুয়ে চার হতেও পারে। তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কিছু বলা খুব মুশকিল।’
‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’র শুটিং হবে ভারতের বিভিন্ন প্রান্তে। সাদা-কালোতে তৈরি হবে ছবি। সিনেমাটি নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘অনেক বছর আমি “অভিযাত্রিক” নিয়ে গবেষণা করেছি। এটি নির্মাণ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকজন বিশেষজ্ঞকে দেখিয়েছি। তারপর এটা প্রযোজকের কাছে নিয়ে যাই।’
‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অফ অপু’ ছবির সঙ্গে যুক্ত আছেন বলিউডের বিখ্যাত পরিচালক মধুর ভান্ডারকার ও গৌরাঙ্গ জালান। ছবিটি প্রযোজনা করবে গৌরাঙ্গ ফিল্মস।