ভারতের শিলিগুড়ি আয়োজন করেছে ‘ঋত্বিক উৎসব ২০১৪’। পাঁচ দিনের এই নাট্যোৎসবে ঢাকার প্রাঙ্গণেমোর দুটি নাটকসহ অংশ নিচ্ছে। নাটক দুটি হলো শেষের কবিতা ও রক্তকরবী ।
জানা গেছে, শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ২৯ মে মঞ্চস্থ হবে রক্তকরবী আর ৩০ মে শেষের কবিতা । দুটি নাটকই নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাট্যোৎসবে অংশ নেওয়ার জন্য ৩০ সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার শিলিগুড়ি রওনা হন।