তারকা ও দর্শকের অংশগ্রহণে ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া ওজোঁর সিনেমা ‘পিটার ভন কান্ট’ দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রদর্শনী। এবার ১৮টি ছবি লড়াই করবে গোল্ডেন বিয়ারের জন্য। জার্মানিতে করোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও এবার শারীরিকভাবে আয়োজন করা হয়েছে এই উৎসব। তবে বেশ সচেতনতা অবলম্বন করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে তারকারাও উপস্থিত হয়েছেন উৎসবের লালগালিচায়।