লালগালিচায় বার্লিন চলচ্চিত্র উৎসব

তারকা ও দর্শকের অংশগ্রহণে ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া ওজোঁর সিনেমা ‘পিটার ভন কান্ট’ দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রদর্শনী। এবার ১৮টি ছবি লড়াই করবে গোল্ডেন বিয়ারের জন্য। জার্মানিতে করোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও এবার শারীরিকভাবে আয়োজন করা হয়েছে এই উৎসব। তবে বেশ সচেতনতা অবলম্বন করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে তারকারাও উপস্থিত হয়েছেন উৎসবের লালগালিচায়।

জার্মান অভিনেত্রী আইকা মাকাচ বার্লিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে লালগালিচায়
এএফপি
ছবি তোলার জন্য পোজ দিয়েছেন সিবাইল কেকিলি। ৭২তম বার্লিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে
ফরাসি অভিনেতা দুনি মেনুশে লালগালিচায় অটোগ্রাফ দিচ্ছেন দর্শককে
উৎসবের উদ্বোধনী ছবি ছিল ‘পিটার ভন কান্ট’। ছবির পরিচালক ফ্রাঁসোয়া ওজোঁ লালগালিচায় দর্শকের উদ্দেশে হাত নাড়ছেন
ফরাসি-ইতালিয়ান অভিনেত্রী বালেরিয়া বরুনি তেডেস্কি পোজ দিয়েছেন ছবি তোলার জন্য। ফরাসি-সুইস নির্মাতা আরসুলা মায়ারের ছবি ‘দ্য লাইন’-এ অভিনয় করেছেন তিনি। ছবিটি গোল্ডেন বিয়ারের জন্য প্রতিযোগিতা করছে
বার্লিন ফটোকলে বেলজিয়ান অভিনেত্রী স্তেফানি ব্লশু। তিনিও ‘দ্য লাইন’ ছবির অভিনেত্রী
অস্ট্রীয় অভিনেত্রী টেসা গোটলিসার ফটোকলে পোজ দিয়েছেন। ‘রিমিনি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি উৎসবে প্রতিযোগিতা করছে
এক ফ্রেমে ৭২তম বার্লিন চলচ্চিত্র উৎসবের বিচারকেরা
অস্ট্রীয় অভিনেত্রী ক্লাউডিয়া মার্টিনি বার্লিন চলচ্চিত্র উৎসবের ফটোকলে। তাঁর অভিনীত ‘রিমিনি’ ছবিটি গোল্ডেন বিয়ারের জন্য লড়ছে
মেক্সিকান অভিনেত্রী নাইলেয়া নরবিন্দ লালগালিচায় পোজ দিয়েছেন। ‘রোব অব জেমস’ ছবিতে অভিনয় করেছেন তিনি