রাম গোপাল ভার্মার সঙ্গে তাঁর প্রেম ছিল...

বয়স ৪৮ বছর। অর্ধশতক পুরো করতে মাত্র দুই বছর বাকি। নব্বইয়ের দশকে ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয়তা ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। ‘রঙ্গিলা’, ‘এক হাসিনা থি’, ‘ভূত’-এর মতো চলচ্চিত্রে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন।

মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান ঊর্মিলা মাতন্ডকর। ১৯৮০ সালের মারাঠি ছবি ‘জোকাল’ দিয়ে অভিনয় সফর শুরু হয়েছিল তাঁর।
১৯৮৯ সালে কমল হাসানের বিপরীতে ‘চাণক্য’ ছবিতে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় ঊর্মিলার
১৯৯১ সালে ‘নরসিমা’ ছবি দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী
বলিউডে তখন ছবিতে মূল আকর্ষণ থাকতেন কেবলই নায়ক। কিন্তু ‘আ গালে লাগ যা’ ছবিতে অভিনয় করে নায়ককে ছাপিয়ে গিয়েছিলেন ঊর্মিলা
ক্যারিয়ারে তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অন্যতম ‘রঙ্গিলা’। ছবিটি পরিচালনা করেছিলেন রাম গোপাল ভার্মা। গুজব আছে, রাম গোপাল ভার্মার সঙ্গে তাঁর প্রেম ছিল
১৯৯৯ সালে একই বছর ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল ঊর্মিলার। তার মধ্যে দুটি জনপ্রিয় হয়
পাণ্ডুলিপি নির্বাচনে খুবই মনোযোগী ছিলেন ঊর্মিলা। যার ফলে ‘ভূত’, ‘জঙ্গল’, ‘এক হাসিনা থি’, ‘পেয়ার তুনে ক্যায়া কিয়া’সহ বেশ কিছু ভালো ছবি উপহার দিয়েছেন তিনি
নায়িকা হিসেবে অবশ্য মারাঠি ছবিতে তাঁর অভিষেক হয় ২০১৪ সালে। ছবির নাম ‘আজোবা’
অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ঊর্মিলা। তিনি পেশাদার নৃত্যশিল্পী ছিলেন
১৯৭৪ সালের এই দিনে জন্মেছিলেন বলিউডের এই অভিনেত্রী। কেক কেটে উদ্‌যাপন করেছেন নিজের জন্মদিন