যেমন চলছে 'দেবী'

গতকাল দুপুরে রাজধানীর বলাকা সিনেমা হলের বাইরে দেবী দেখার অপেক্ষায় দর্শকেরা। ছবি: সুমন ইউসুফ
গতকাল দুপুরে রাজধানীর বলাকা সিনেমা হলের বাইরে দেবী দেখার অপেক্ষায় দর্শকেরা।  ছবি: সুমন ইউসুফ

‘কাউকেই কমবেশি বলা যাবে না। সবাই সমান অভিনয় করেছেন। তবে চঞ্চল চৌধুরী ও জয়া আহসানের অভিনয় দারুণ!’ বললেন সুমন নামের এক দর্শক। গতকাল শুক্রবার মুক্তির প্রথম দিন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিকেলের প্রদর্শনী দেখে দেবী নিয়ে এ মন্তব্য করেন তিনি।

রাজধানীতে দেবী সিনেমাটি মুক্তি পেয়েছে সাতটি হলে। স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা ও মধুমিতা ঘুরে দর্শকের প্রশংসা শোনা গেল সিনেমাটি নিয়ে।

মুক্তির আগে থেকেই আলোচনায় আসা দেবী সিনেমাটি নিয়ে হলের কর্মকর্তারা বেশ খুশি। প্রথম দিন চারটি হলের মধ্যে সিনেপ্লেক্স ও শ্যামলী হাউসফুল ছিল। দর্শক–চাহিদার কারণে মুক্তির প্রথম দিনেই চারটি স্ক্রিনে ১২টি শোর আয়োজন করে রেকর্ড গড়ে দেবী। প্রথম দিনের সব শোর টিকিট আগের দিনই বিক্রি হয়ে যায়। গতকাল বিকেলে সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল, পরের দিনের (আজ) সব কটি শোর টিকিট প্রায় ৮০ ভাগ বিক্রি হয়ে গেছে। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এর আগে কয়েকটি সিনেমার বেলায় মুক্তির কিছুদিন পর দর্শক–চাহিদার কারণে দিনে ১৪টি করে শো চলছে। তবে দেবী ছবির জন্য প্রথম দিনই ১২টি শো সিনেপ্লেক্সের জন্য রেকর্ড। মনে হচ্ছে, ছবিটি বছরজুড়ে দর্শক দেখবেন।’

শ্যামলী সিনেপ্লেক্সে প্রথম দিনের পাঁচটি শোই হাউসফুল ছিল। গতকাল বিকেল পর্যন্ত জানা যায়, আগামীকালের (আজ) সব কটি শোর অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। হলের ব্যবস্থাপক মো. আহসানুল্লাহ বলেন, ‘আশা করছি, সন্ধ্যা পর্যন্ত আগামীকালের (শনিবার) সব শোর ৭০ ভাগ টিকিট বিক্রি হয়ে যাবে।’

নতুন সিনেমা মুক্তির দিন সাধারণত বলাকা হলে তিনটি শো থাকে। কিন্তু দেবী সিনেমার কারণে এদিন চারটি শোর আয়োজন করা হয়। দুপুরের শো ছাড়া সব কটি শোতে দর্শক হাউসফুল ছিল। হলের ব্যবস্থাপক শাহিন বলেন, ‘মুক্তির আগে থেকেই সিনেমাটির দর্শক সাড়া পাচ্ছিলাম। এ কারণেই শুক্রবার একটি শো বেশি রাখা হয়েছে। সাড়ে ১২টার শো ছাড়া সব কটি শো ভালো গেছে।’

কার মধ্যে এ ছাড়া পুনম, চিত্রামহল, যমুনা ব্লকবাস্টারসহ দেশের ২৯টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।