>‘সিনেমা বাংলাদেশ’র আয়োজনে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯। ৯৯ দেশের ১ হাজার ৪৫২ সিনেমা থেকে বাছাই করে ৭৪টি সিনেমা দেখানো হবে ফেস্টিভালে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সের দর্শকেরা আসছেন সাংস্কৃতিক উৎসবে।
সেজেছে জেলা শিল্পকলা একাডেমি৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে বিশ্বের ৩৪ দেশের ৭৪ টি ফিল্ম নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেনবিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন তরুণ নির্মাতারাগ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে নির্মাতা ও শিক্ষার্থীরা এক সঙ্গে গ্রুপ ছবিতে