ইনস্টা নামের গ্রাম থেকে

মীরের স্টাইলটাই আলাদা

>বিনোদন জগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
মেহজাবিনের এই ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সমস্ত রূপ নিয়ে তুমি এসেছ। তুমি কি জীবনের কোনো এক বিকেল আমার সঙ্গে কাটাবে?’
মেহজাবিনের এই ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সমস্ত রূপ নিয়ে তুমি এসেছ। তুমি কি জীবনের কোনো এক বিকেল আমার সঙ্গে কাটাবে?’
আজ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বলিউড তারকা বিদ্যা বালানের সঙ্গে এই ছবিটি পোস্ট করে মীর লিখেছেন, ‘বিদ্যা দেবীর আরাধনায় ভালো কাটুক সবার সরস্বতী পূজা। আমার আবার স্টাইলটা একটু আলাদা।’
সিনেমার প্রচারণার জন্য তাঁরা জুটি বেঁধে ছবি দিচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত লাভ আজকাল।
দীর্ঘদিন পর দেশে ফিরে মারিয়া নূরের সঙ্গে জুটি বেঁধে ভালোবাসা দিবসের নাটকের শুটিং করছেন তাহসান।
৪৬ বছরের সদ্য কৈশোর পেরোনো তরুণী।
গ্রিক গণিতবিদ্যার বিচারে বর্তমান বিশ্বের বিজ্ঞানসম্মত সবচেয়ে সুন্দরী নারী মার্কিন মডেল বেলা হাদিদ। ২৩ বছর বয়সী এই সুপার মডেলের ইনস্টাগ্রামের নতুন ছবি।
স্ত্রী হেইলি ব্যাল্ডউওনের সঙ্গে এই ছবিটি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘এক টন ভালোবাসি তোমায়’।
সানি লিওন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কী অপরূপ সূর্যাস্ত’।
নুসরাত লিখেছেন, ‘আমি ছাই থেকে জন্ম নিই না, আমি ছাইয়ে পরিণত করি!’