কুকুর ভালোবাসেন স্বস্তিকা। কুকুরেরাও তাঁকে। এমনকি ওদের সঙ্গে ভাব বিনিময়ের ভাষাও বেশ ভালোভাবে রপ্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। আর যাঁরা কুকুর ভালোবাসেন, স্বস্তিকা তাঁদেরও ভালোবাসেন। কারণ, তাঁরা সত্যিকারের ভালো মানুষ।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ফেসবুক পেজে বিষয়গুলো বলছিলেন স্বস্তিকা। ঘরে বসে ‘পাতাল লোক’ সিরিজে ভূমিকার সাফল্য উদ্যাপন করছেন তিনি। উপভোগ করছেন সিনেমার বড় মানুষদের প্রশংসা। বিশেষ করে বলিউড তারকা বিদ্যা বালান যখন তাঁকে ফোন করেছিলেন, তিনি তো আনন্দে আত্মহারা। তিনি বলেন, ‘তিনি যেভাবে প্রশংসা করছিলেন, আমি শুনেই বুঝেছি, তিনি খুব গভীরভাবে সিরিজটা দেখেছেন।’
২০১৮ সালের শেষের দিকে একটা ফোন কল পান স্বস্তিকা। কাস্টিং ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তিনিও ‘পাতাল লোক’-এর অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা। তাঁকে পাঠানো অডিশনের ভিডিওটা পছন্দ হয়েছিল, তারপর স্বস্তিকা হয়ে গেলেন ‘পাতাল লোক’-এর অংশ। সেখানে একটা জার্মান শেফার্ড কুকুরের সঙ্গে স্বস্তিকার খুনসুটিই কাজটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। কুকুরের সঙ্গে তো ভাব-ভালোবাসা মুহূর্তে করে ফেলা যায় না। এটা তাঁর মজ্জাগত ছিল বলেই ছোট্ট একটা ভূমিকায় বাজিমাত করে দিয়েছেন তিনি।
‘পাতাল লোক’-এ ছোট্ট অথচ আগ্রহজাগানো একটা চরিত্র করেছেন স্বস্তিকা। ডলি নামের ওই চরিত্রের দৈর্ঘ্য খুব ছোট। এত ছোট চরিত্র নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বস্তিকা বলেন, ‘দৈর্ঘ্য নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে চরিত্র নেওয়ার মতো বোকা আমি নই। সে রকম চরিত্র হলে, একটা দৃশ্যের কারণেই মানুষ মনে রাখে।’
‘পাতাল লোক’-এর এই প্রশংসা কি বলিউডের হাতছানি? বলিউডের দরজা কি খুলে যেতে পারে তাঁর জন্য? এ প্রশ্নে স্বস্তিকা বলেন, ‘আমি বলিউডের দরজা-জানালা-দেউড়ি-খিড়কি নিয়ে ভাবছি না এখন। খুব খারাপ একটা সময় যাচ্ছে। মহামারি আর ঘূর্ণিঝড়ের ক্ষতি নিয়ে ভাবছি। ভালো সময় ফিরলে বলিউড কেন, যেকোনো ইন্ডাস্ট্রি থেকে ডাক এলে কাজ করব।’
আমাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘পাতাল লোক’। গত ১৫ মে মুক্তি পাওয়ার পর থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এমনকি লকডাউনে ঘরে আটকে থাকা মানুষকে বিশেষভাবে আনন্দ দিয়েছে এটি। ৯ পর্বের সিরিজটির নির্বাহী প্রযোজক বলিউড তারকা আনুশকা শর্মা।
যৌথভাবে সিরিজের কাহিনি লিখেছেন সুদীপ শর্মা, সাগর হাভেলি, হার্দিক মেহতা ও গুণজিৎ চোপড়া। পরিচালনা করেছেন অবিনাশ অরুণ ও প্রসিত রয়। অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, নীরাজ কবি, অনিন্দিতা বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, ‘পাতাল লোক’ হলো আমাজনের পক্ষ থেকে ‘স্যাক্রেড গেমস’-এর প্রতি উত্তর।