বিচারকের সঙ্গে প্রতিযোগীর অভিনয়

প্রিয়া তুমি সুখি হও ছবিতে ফেরদৌস ও শায়লা সাবি। ছবি: সংগৃহীত
প্রিয়া তুমি সুখি হও ছবিতে ফেরদৌস ও শায়লা সাবি। ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার সেরা পাঁচজন প্রতিযোগীর একজন শায়লা সাবি। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিযোগিতার অন্যতম বিচারক চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে তিনি অভিনয় করেছেন। ছবির নাম প্রিয়া তুমি সুখি হও। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস অতৃপ্ত কামনা নিয়ে ছবিটি পরিচালনা করেছেন গীতালি হাসান। তিনি অনেক দিন থেকেই ছোট পর্দার জন্য কাজ করছেন। এবারই প্রথম তিনি চলচ্চিত্র তৈরি করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে ছবিটি।

প্রিয়া তুমি সুখি হও ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। কাজী নজরুল ইসলামের গান ছাড়াও রয়েছে আনিস উল ইসলাম ও বিনোদ রায়ের লেখা গান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন চন্দ্র মিস্ত্রী, স্মরণ ও আসিফ।

প্রিয়া তুমি সুখি হও ছবিতে ফেরদৌস ও শায়লা সাবি। ছবি: সংগৃহীত

ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, গৌরীপুর পরগনার জমিদার মোতাহার হোসেন চৌধুরী একজন ধর্মপ্রাণ মুসলমান। স্ত্রী নূরজাহান একসময়ের নামী সংগীতশিল্পী। স্বামীর অবস্থানের কারণে আর গান করেন না। তাঁদের মেয়ে মতিমালার খেলার সাথি নায়েব–কন্যা মধুবালা। প্রতিবেশী মাহফুজ মা-বাবা হারানো অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাহফুজও মতিমালার খেলার সাথি। কিন্তু জমিদার তা পছন্দ করেন না। বড় হওয়ার পর তাদের আবার দেখা হয়। মাহফুজ বাঁশি বাজায়, গান করে। এদিকে মাহফুজের কাছে গোপনে গান শিখছে মতিমালা। অন্যদিকে সুবর্ণপুর পরগনার জমিদারের ছেলের সঙ্গে মতিমালার বিয়ে ঠিক হয়। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।