শুটিং স্পট

বিএফডিসিতে উঠে এল 'চম্পাকলি' সিনেমা হল!

বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে শাহেনশাহ ছবির শুটিং সেটে ক্যামেরার সামনে রোদেলা । ছবি: প্রথম আলো
বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে শাহেনশাহ ছবির শুটিং সেটে ক্যামেরার সামনে রোদেলা । ছবি: প্রথম আলো

দুপুরের দিকে সাধারণত বিএফডিসির প্রধান ফটকের কাছে তেমন একটা ভিড় থাকে না। তবে গত বৃহস্পতিবার মূল ফটক দিয়ে একটু এগিয়ে যেতেই ভিন্ন চিত্র চোখে পড়ল। মান্না ডিজিটাল কমপ্লেক্সের দিকটা সেদিন বেশ সরগরম। বিএফডিসির ফটক পেরোতেই সামনে এসে পড়ল আরেকটি বিরাট ফটক! ভেতরের আঙিনাজুড়ে অসংখ্য মানুষ। মান্না ডিজিটাল কমপ্লেক্স উধাও! সেখানে বড় করে লেখা ‘চম্পাকলি’ সিনেমা হল। চলছে মান্না অভিনীত ছবি ‘রাজা’। সিনেমা হলের এলাকাজুড়ে যেন গড়ে উঠেছে একটা উপশহর। দেয়ালে সাঁটানো রাজনীতিবিদদের ছবিসংবলিত ব্যানার। এলাকাজুড়ে দোকানপাট।

পাশেই দাঁড়ানো একজনের কথায় আসল ঘটনা বোঝা যায়। তিনি বলেন, ‘শাহেনশাহ ছবির শুটিং সেট এটি। একটি শহরের একাংশ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। আমরা যারা এখানে ঘোরাফেরা করছি, সবাই কিন্তু এই ছবিরই অংশ।’ এর মধ্যেই চিত্কার ভেসে এল, ‘কোয়াইট...কোয়াইট...শটে যাচ্ছি আমরা।’ ওদিকটায় গিয়ে দেখা যায় বিরাট একটি পাখির দোকান। দেশি-বিদেশি হরেক রকমের পাখি। দোকানের ভেতর একজন মেয়ে ও দোকানদার। তাঁদের দিকে মুখ করা ক্যামেরা। পেছনে মনিটরে শুটিং দেখছেন পরিচালক শামীম আহমেদ। মেয়েটি দোকানদারকে বলছে, ‘আমার কবুতর বৃষ্টিতে ভিজে গেছে। টিকা দিয়ে দেন তো। আচ্ছা, তোমাদের দোকানে নতুন কী কী পাখি এসেছে?’

প্রথমবারের চেষ্টা গ্রহণ করলেন না পরিচালক। দ্বিতীয়বার শটটি ‘ওকে’ করলেন। এরপর শটের ফাঁকে তিনি বললেন, ‘শাহেনশাহ ছবির কাজ শুরু করলাম। শাকিব ভাই কিছুক্ষণের মধ্যে সেটে আসবেন। এর আগে এই অভিনেত্রীর কয়েকটা দৃশ্য নিয়ে নিচ্ছি।’

পাখির দোকানের মেয়েটির নাম রোদেলা। এটাই তাঁর প্রথম চলচ্চিত্রে অভিনয়। তা–ও আবার শাকিব খানের বিপরীতে। রোদেলার কাজের প্রশংসা করে পরিচালক বলেন, ‘দুটি দৃশ্য করলাম। ভালো করেছেন রোদেলা।’

ছবিতে রোদেলা অভিনয় করছেন প্রিয়া নামের একটি চরিত্রে। নতুন দৃশ্য ধারণের প্রস্তুতির ফাঁকে রোদেলাকে প্রশ্ন করা হয়, প্রথম ক্যামেরার সামনে ভয় লাগেনি? জবাবে নবাগত এই শিল্পী বলেন, ‘না, একদমই না। সেটে সবাই পরিচিত। শুটিংয়ের আগে থেকেই সবার সঙ্গে কাজটি নিয়ে বেশ কিছুদিন ধরে দেখা–সাক্ষাৎ হয়েছে। তাই জড়তা কেটে গেছে।’

তখনো শাকিব খানের সঙ্গে রোদেলার শুটিং হয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি সেটে আসবেন। সহশিল্পী হিসেবে শাকিব খানকে নিয়ে ভীতি আছে কি না—জানতে চাইলে রোদেলা বলেন, ‘শাকিব ভাই এলে আমার জন্য আরও সহজ হবে। শাকিব ভাইকে বছর তিনেক ধরে চিনি। তা ছাড়া এই ছবি করার আগে থেকেই তাঁর কাছ থেকে অনেক পরামর্শ পাচ্ছি।’

পরিচালক জানালেন, ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়া ২৯ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন। এদিকে পরের দৃশ্য ধারণের প্রস্তুতি শেষ। রোদেলা ক্যামেরার সামনে গেলেন। পরিচালক চোখ রাখলেন মনিটরে।