রেদওয়ান রনি, প্রধান পরিচালন কর্মকর্তা, চরকি
রেদওয়ান রনি, প্রধান পরিচালন কর্মকর্তা, চরকি

‘বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি’

অপেক্ষার পালা শেষ! আজ থেকে শুরু হচ্ছে ফিল্ম, ফান আর ফুর্তি নিয়ে চরকির পথচলা।
সম্ভাবনাময় সব নির্মাতা, শিল্পী, কলাকুশলী মিলে বাংলা কনটেন্ট বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে–ই নির্মাণ করেন না কেন, কিংবা যেকোনো বাংলা ভাষাভাষী বিশ্বের যে প্রান্ত থেকেই সেই কনটেন্ট দেখেন না কেন—সবারই মিলনক্ষেত্র হবে চরকি। এই প্রত্যাশা নিয়ে আমরা বড় স্বপ্নটি দেখছি, পৃথিবীর সামনে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠা করার।

আমরা খুব বিনীতভাবে যাত্রা শুরু করেছি। চেষ্টা করব, অল্প সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশার সবটা স্পর্শ করার। আমাদের এই যাত্রায় অনেকের কাছ থেকে অনেক সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি। তাঁদের সবার নাম হয়তো বলে শেষ করা যাবে না। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মিডিয়াস্টার লি. পরিবারের সবাইকে, এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

চরকির আত্মপ্রকাশকে এভাবেই অভিনন্দিত করেছেন সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সুধীজনেরা

ধন্যবাদ পুরো চরকি টিমকে, যারা এত দিন অক্লান্ত পরিশ্রম করে চরকিকে সচল রাখার চেষ্টা করছে। আর সবশেষে ভালোবাসা জানাই প্রত্যেক দর্শক, শিল্পী, কলাকুশলী, নির্মাতা আর আমাদের শুভানুধ্যায়ীদের, যাঁরা আগামী দিনগুলোয় এই স্বপ্নযাত্রার সহযাত্রী হবেন। থাকবেন চরকির সঙ্গে।

রেদওয়ান রনি, প্রধান পরিচালন কর্মকর্তা, চরকি