আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে প্রচারিত একটি সম্মেলক গানে কণ্ঠ দিয়েছেন অবন্তি। এ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। পূজায় আবার ভারত থেকে প্রকাশিত হবে তাঁর নতুন গান। সম্প্রতি বাংলাদেশ থেকে ‘চোখে চোখে কথা হোক’ ও ‘বলো কী করে’ শিরোনামে দুটি নতুন গান প্রকাশিত হয়েছে তাঁর। কাজ চলছে আরও বেশ কিছু গানের। গান ছাড়া আর কী করছেন জানতে চাইলে হাসিচ্ছলে সিঁথি বলেন, ‘চাকরি খুঁজছি। যদিও গানের পাশাপাশি করার মতো চাকরি পাওয়া বড্ড কঠিন কাজ।’
পারকাশনযোগে গান করে মানুষের নজর কেড়েছেন সিঁথি। সংগীতকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে নেওয়ার আগে শিক্ষকতাও করতেন তিনি। জি বাংলার রিয়েলিটি শো বদলে দিয়েছে তাঁর জীবন। ২০১২ সালে গানের আরেক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের সেরা দশে ছিলেন তিনি।