মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১তম আসরে বিভিন্ন ক্যাটাগরিতে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের আনন্দঘন অনন্য মুহূর্ত ক্যামেরার লেন্সে বন্দী হয়েছে। আলো ঝলমলে অনুষ্ঠানে তারকাদের পুরস্কার প্রাপ্তির বিভিন্ন মুহূর্ত দেখে নিন একঝলকে—
দেশের সংস্কৃতি অঙ্গনে অনবদ্য অবদান রাখায় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ অনুষ্ঠানে নাট্যজন আলী যাকেরকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।টেলিভিশন শাখায় সমালোচকদের বিচারে সেরা নির্দেশক মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীন (মডার্ন টাইমস)।টেলিভিশন শাখায় সমালোচকদের চোখে সেরা অভিনেতা সৈয়দ হাসান ইমাম (পাতা ঝরার দিন)।সমালোচকদের বিচারে সেরা চিত্রনাট্যকার রেদওয়ান রনি (পাতা ঝরার দিন)।টিভি নাটকে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুমানা রশীদ ঈশিতা (পাতা ঝরার দিন)।চলচ্চিত্র বিভাগে সমালোচকদের দৃষ্টিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কমলা রকেট’। পুরস্কার গ্রহণ করেন ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর।সমালোচকদের বিচারে চলচ্চিত্রে সেরা পরিচালক গিয়াস উদ্দিন সেলিম (স্বপ্নজাল)।চলচ্চিত্রে সমালোচকদের চোখে সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান (দেবী)।সমালোচক পুরস্কারে চলচ্চিত্রে সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী (দেবী)।সমালোচকদের বিচারে বিশেষ পুরস্কার পেয়েছেন পরীমণি (স্বপ্নজাল)।তারকা জরিপে সেরা গায়ক ইমরান (ওহে শ্যাম/পোড়ামন ২)।পাঠকের বিচারে সেরা গায়িকা হয়েছেন কনা (ওহে শ্যাম/পোড়ামন ২)।পাঠকের ভোটে সেরা নবীন অভিনয়শিল্পী হয়েছেন শবনম ফারিয়া (দেবী)।তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী হয়েছেন মেহ্জাবীন চৌধুরী (বুকের বাঁ পাশে)।সেরা টিভি অভিনেতা আফরান নিশো (বুকের বাঁ পাশে)সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছেন পূজা চেরী রায় (পোড়ামন ২)।