মেরিল-প্রথম আলো পুরস্কার

পাঠকের রায়ে সেরা গায়ক ইমরান, সেরা গায়িকা কনা

তারকা জরিপে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কানিজ আলমাস খান ও রাহুল আনন্দ
তারকা জরিপে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কানিজ আলমাস খান ও রাহুল আনন্দ

মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে পাঠকের বিচারে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান। অন্যদিকে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। ‘পোড়ামন ২’ ছবির একটি গানে কণ্ঠ দিয়ে এ দুজন জিতে নিয়েছেন পুরস্কার, গানের শিরোনাম ‘ওহে শ্যাম’।

ইমরানের হাতে সেরা গায়কের পুরস্কার তুলে দেন কানিজ আলমাস খান ও রাহুল আনন্দ। আর কনার হাতে সেরা গায়িকার পুরস্কার তুলে দেন ফকির আলমগীর ও শারমিন সুলতানা সুমি।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। অভিনেতা আলী যাকের এবার আজীবন সম্মাননা পেয়েছেন। এরপর সমালোচকদের চোখে টেলিভিশন ও চলচ্চিত্র শাখার সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়।

তারকা জরিপে সেরা গায়িকার পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করেন কনা

অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। পুরো অনুষ্ঠানের ধারণকৃত অংশ পরে মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের সর্বশেষ খবর জানা যাবে প্রথম আলোর অনলাইন ও ফেসবুক পেজে।