গায়েহলুদের পর এবার হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের অনুষ্ঠান। শনিবার রাতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে অনুষ্ঠানের বেশ কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরীর সৌজন্যে পাওয়া গেছে। চলুন সেখান থেকে বাছাই করা ১২টি ছবি দেখি।
বিনোদন ডেস্ক
বিয়ের আসরে পরীমনি ও শরিফুল রাজ।বিয়ের আসরে দুজনের গায়ে ছিল খয়েরি ও সোনালি রঙের পোশাক।রাজকে মিষ্টিমুখ করাচ্ছেন পরীমনি
বিজ্ঞাপন
সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ।জানা গেছে, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।এ বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তাঁরা আগেই বিয়ে করেছেন।শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দিয়ে আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এ হলুদ ও বিয়ের আয়োজন।
বিজ্ঞাপন
বিয়ের আসরে পরীমনি। বিয়ের আসরে পরীমনি। রাজ-পরীর বিয়ের মঞ্চনিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সময়ের আলোচিত এই দম্পতি।রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে।