ভারতের বাংলা চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এর আগে বাংলাদেশে ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছেন। আবারও তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন। তাঁর এবারের ছবি ‘আজব কারখানা’। ছবিটি তৈরির জন্য ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদান দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া আর ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির কাজ হচ্ছে।
পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন, ছবিতে তিনি বাংলাদেশের একজন রকস্টার। এরই মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করে গত সপ্তাহে কলকাতা ফিরে গেছেন তিনি। দ্বিতীয় ধাপের কাজ করতে আজ শনিবার আবার ঢাকা আসছেন। গতকাল শুক্রবার বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে পরমব্রত প্রথম আলোকে বলেন, ‘ছবিটি করতে গিয়ে একটি নতুন চরিত্রকে ধারণ করতে হয়েছে। ছবির প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। চমত্কার হচ্ছে কাজটি। এবার ঢাকায় গিয়ে পরের ধাপের কাজ শুরু হবে।’
‘আজব কারখানা’ ছবির পরিচালক শবনম ফেরদৌসী। তিনি বললেন, ‘“আজব কারখানা” আমার অভিজ্ঞতা থেকে তৈরি করছি। আমি সব সময় জানার চেষ্টা করেছি, আসলে শিল্পী কে? প্রকৃত শিল্পের কথা বলি, সেটা আসলে কোনটা? এই ছবিতে আমি তা–ই খোঁজার চেষ্টা করছি।’
পরমব্রতকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা তিনি বলেছেন এভাবে, ‘পরমব্রত বুঝতেই দেয়নি ও একজন বড় মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তাঁর আন্তরিকতা আর নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার। দিনে দিনে ও যে ছবির রকস্টার হয়ে উঠছে, এটাই আমার জন্য আনন্দের। চরিত্রটির ভেতর ঢুকছে, প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি, দর্শকের কাছেও তা ভালো লাগবে।’
ছবিতে দেখা যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান আর রক গানের মেলবন্ধন। ছবিটির অন্যতম প্রযোজক সামিয়া জামান বলেন, ‘এর আগে যতগুলো ছবি করেছি, তার মধ্যে এই ছবিটি বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় সেট ফেলে শুটিংয়ের ঝক্কি তো আছেই, আবার টাকারও ব্যবস্থা করতে হচ্ছে। তবে সবকিছু পেরিয়ে এ পর্যন্ত ছবিটির যতটুকু কাজ হয়েছে, তাতে আশা করছি, দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘পরমব্রত বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। বাংলাদেশের প্রতি তাঁর টান প্রবল। একটি সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে পরমব্রতের আবেগ আর পেশাদারত্ব আমাকে মুগ্ধ করেছে।’
ছবিতে দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীতের শিল্পীরা নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন। ‘আজব কারখানা’ ছবিতে আরও অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল।