নতুন বছরে চট্টগ্রামে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে নির্মিত হবে এই মাল্টিপ্লেক্স। আগামী বছরের মাঝামাঝি সময়ে মাল্টিপ্লেক্সটি চালু করার পরিকল্পনা আছে বলে জানান শো মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান।
এই মাল্টিপ্লেক্সে তিনটি হল থাকবে। প্রতিটি হলের আসনসংখ্যা হবে প্রায় ৪০০। দেশে একের পর এক সিনেমা হল বন্ধের খবরে যে হতাশা তৈরি হচ্ছে, তার বিপরীতে স্টার সিনেপ্লেক্সের এমন উদ্যোগ নতুন আশার সঞ্চার করছে বলে মনে করেন তিনি।
মাহবুব রহমান বলেন, ‘দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন, যাঁরা স্টার সিনেপ্লেক্সের মতো একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাঁদের চাওয়ার কথা বলেছেন।’
এ ছাড়া অনুষ্ঠানে এ–বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন শো মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান এবং দ্য ক্যাসাব্লাঙ্কা লিমিটেডের চেয়ারম্যান আফতাব আলম।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে ঢাকায় এর ৪টি শাখা রয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও রাজশাহীতে দুটি শাখার নির্মাণ কাজ চলছে।