মেরিল-প্রথম আলো পুরস্কার

তারার ঝলকে আয়োজন শুরু

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১ তম আসর বসেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। সন্ধ্যায় পর্দা উঠেছে এই আসরের। বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় তারকা আর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর বেঙ্গল পরম্পরার শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 
রেড কার্পেটে লাল পোশাকে কণ্ঠশিল্পী ঐশী
রেড কার্পেটে লাল পোশাকে কণ্ঠশিল্পী ঐশী
ভারতীয় সংগীতায়োজন ‘সারেগামা’ খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। ‘শিষ প্রিয়া’ নামেই বেশি পরিচিত তিনি
তানজিন তিশা
রেড কার্পেটে এক তারকা
ক্যামেরার সামনে এক তারকা
অভিনেতা অপূর্ব ও তাঁর পরিবার
আলো ঝলমলে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে অভিনেত্রী দিলারা জামান ও শর্মিলী আহমেদ
সংগীতশিল্পী ফকির আলমগীর ও অভিনেত্রী নূতন
সংগীতশিল্পী এস ডি রুবেল
বেঙ্গল পরম্পরার শিল্পীদের উচ্চাঙ্গসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান
অনুষ্ঠানে আনিসুল হক ও জয়া আহসানের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান