আজ জুন মাসের তৃতীয় রোববার। বাবা দিবস। বিনোদন ইন্ডাস্ট্রির তারকাদের ইনস্টাগ্রাম ভেসে যাচ্ছে বাবা-সন্তানের ছবিতে। এর মধ্যে কেউ কেউ আছেন বাবা-সন্তান দুজনেই তারকা। ভারতীয় সেসব তারকা বাবা ও তারকা সন্তানকে নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
বিনোদন ডেস্ক
প্রযোজক বাবা আল্লু অরবিন্দের সঙ্গে তেলেগু তারকা আল্লু অর্জুন।
বিজ্ঞাপন
তেলেগু অভিনেতা মহেশ বাবুর বাবা কৃষ্ণও নামকরা অভিনেতা।
বিজ্ঞাপন
বাবা কমল হাসান ও মেয়ে শ্রুতি হাসান—দুজনেই তামিল অভিনয়শিল্পী।বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান অভিনেতা ও প্রযোজক।শত্রুঘ্ন সিনহা বলিউডের নামকরা অভিনেতা। সোনাক্ষীও হাঁটছেন সে পথে।বাবা অনিল কাপুরকে ছাপিয়ে নিজের পরিচয়েই পরিচিত হচ্ছেন সোনম কাপুর।বনি কাপুর বলিউডের নামকরা প্রযোজক। মেয়ে জাহ্নবী কাপুরের পছন্দ অভিনয়।আলিয়া ভাটকে নিয়ে নির্মাতা বাবা মহেশ ভাট গর্ব করতেই পারেন।বাবা সাইফ আলী খান ও মেয়ে সারা আলী খান দুজনই বলিউডের অভিনয়শিল্পী।শক্তি কাপুর শক্তিশালী অভিনেতা। মেয়ে শ্রদ্ধা কাপুরও কম যান না।