মেরিল–প্রথম আলো পুরস্কার

তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছে তারার মেলা। মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১ তম আসর উপলক্ষে এই আয়োজন। এই পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে চলছে তারকাদের অংশগ্রহণে নাচ, গান ও কৌতুক পরিবেশনা।
চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়া
চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়া
ফেরদৌস ও সহশিল্পীদের পরিবেশনা
ফেরদৌস ও চঞ্চলের ‘আলাপচারিতা’
তারকার পরিবেশনা
আইয়ুব বাচ্চুর স্মরণে গাইলেন নকিব খান, নাসিম আলী, বাপ্পা ও মানাম
তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা