গত মে মাসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৯–এর আসরে জুস ওয়ার্ল্ড জিতেছিলেন সেরা নতুন শিল্পীর পুরস্কার। মাত্র ২১ বছর বয়সে র্যাপার হিসেবে মার্কিন এই শিল্পী বেশ খ্যাতি অর্জন করেছিলেন। এত জলদিই তাঁর সাফল্যের যাত্রা শেষ হবে, এমনটা অনেকেই মানতে পারছে না। ৮ ডিসেম্বর তরুণ এই র্যাপারের অকালপ্রয়াণ হয়। শিকাগোর একটি বিমানবন্দরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমা গানের জগতের তারকারা শোক প্রকাশ শুরু করেন। চান্স দ্য র্যাপার, এলি গোল্ডিং, কামিলা কাবেও, লিল ন্যাসের মতো শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে জুস ওয়ার্ল্ডের জন্য প্রার্থনার অনুরোধ করেন।