ছোট উদ্যোগে বদলে যায় বিশ্ব

>বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনি কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
ভূমি পেড়নেকর প্লাস্টিকের স্ট্র পরিহার করেছেন। আর বলেছেন, এ রকম ছোট ছোট উদ্যোগই বদলে দেয় বিশ্ব।
ভূমি পেড়নেকর প্লাস্টিকের স্ট্র পরিহার করেছেন। আর বলেছেন, এ রকম ছোট ছোট উদ্যোগই বদলে দেয় বিশ্ব।
জাভেদ আখতারের ৭৫তম জন্মদিনে এভাবেই পোজ দিয়েছিলেন শাবানা আজমি ও রেখা।
প্রিয়াঙ্কা চোপড়া এই ছবিটি পোস্ট করে জানিয়েছেন, প্রকৃতিই সবচেয়ে বড় শিল্পী।
সারা আলী খান জানিয়েছেন, তিনি জীবনকে খুবই ভালোবাসেন।
স্বস্তিকা মুখার্জি লিখেছেন, হৃদয়ের জন্য মিউজিক।
মিথিলা লিখেছেন, ‘কমলা (কমলা বাসিন) দিদি আমার বন্ধু, দার্শনিক ও পরামর্শদাতা।’
সেলফিতে মনীষ মালহোত্রা, শিল্পা শেঠি, রাভিনা ট্যান্ডন ও বিদ্যা বালান।
রাম চরণ জানিয়েছেন, ভবিষ্যতে গোশালা দেওয়ার ইচ্ছা আছে তাঁর।
তাহসান খান এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।