ঘরে বসে সিনেমা দেখা—১

ছোটদের নিয়ে দেখতে পারেন যে সিনেমাগুলো

এমিলের গোয়েন্দা বাহিনী, দ্য উইজার্ড অব ওজ ও হোম অ্যালোন ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
এমিলের গোয়েন্দা বাহিনী, দ্য উইজার্ড অব ওজ ও হোম অ্যালোন ছবির পোস্টার।  ছবি: সংগৃহীত

কোভিড নাইনটিন নামের এক ভাইরাস এলোমেলো করে দিয়েছে বিশ্বের সব হিসাব–নিকাশ। স্থবির বিনোদন অঙ্গন। তাই বলে আপনি কেন বিনোদনবঞ্চিত থাকবেন? ঘরে বসে নিরাপদ দূরত্বে থেকে বিনোদিত হোন। অনেক দেশেই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তাই বাচ্চাদের নিয়ে কোন সিনেমাগুলো দেখে ফেলবেন এই ছুটিতে, সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে সে রকম কিছু নাম।

তবে তার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র নিয়ে। কোন চলচ্চিত্রগুলো আপনি দেখে নিতে পারেন শিশুদের নিয়ে। সেই তালিকায় থাকতে পারে আজিজুর রহমানের ছুটির ঘণ্টা, বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী, মোরশেদুল ইসলামের দীপু নাম্বার টু ছবিগুলো। এ ছাড়া অারও বেশি দেখতে চাইলে এই নামগুলো থাকতে পারে—ডুমুরের ফুল, রামের সুমতি।
ঘরে বসে দেখে ফেলতে পারেন হোম অ্যালোন ফ্র্যাঞ্চাইজি, ডিজনির ক্ল্যাসিক অ্যানিমেশনের ভেতর দ্য উইজার্ড অব ওজ, সায়েন্স ফিকশন আর ই টি দ্য এক্সট্রাটেরেসট্রিয়াল বা ম্যারি পপিনস। আবার পুরোনো দিনে ফিরে যেতে চাইলে দেখে নিন ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট অথবা সান্তা ক্লজ। নিদেনপক্ষে ডিজনির পুরোনো লাইভ অ্যাকশন লাইব্রেরি থেকে বেছে নিতে পারেন ওল্ড ইয়েলার, ডেসপিকেবল মি, স্পাইডার ম্যান ইনটু দ্য স্পাইডার ভার্স।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নেটফ্লিক্স নাম করলেও শিশুতোষ কনটেন্টের বিচারে বেশ পিছিয়ে। তারপরও আপনি যদি নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হন, তাহলে দেখতে পারেন অস্কারজয়ী আ লিটল প্রিন্সেস, ফিল্ড অব ড্রিমস বা জন কার্টার। তা ছাড়া দেখে ফেলতে পারেন বেব, দ্য সিক্রেট গার্ডেন, আ লিটল প্রিন্সেস, দ্য ব্লাক স্টেলিয়ন, জন অ্যান্ড দ্য আর্গোনাটস, দ্য সেভেনথ ভয়েজ অব সিনবাদ, দ্য কোর্ট জেস্টার, দ্য থিফ অব বাগদাদ, দ্য আয়রন জায়ান্ট, ক্যারোলিন। তবে উল্লিখিত সব ছবি আপনার সন্তানের ভালো না-ও লাগতে পারে।