ছিলেন ভোজনরসিক, ৩০ কেজি কমিয়ে নায়িকা

১৯৮৭ সালের ২ জুন পাটনার বিহারে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। অভিনয় জগতে পা দিয়েই প্রথম ছবির জন্যই ‘বেস্ট ফিমেল ডেবিউ’ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন তিনি। ৩৫তম জন্মদিনে দেখে নিই কে সেই অভিনেত্রী
তাঁকে আদর করে সোনা ও শটগান জুনিয়র বলা হয়। কারণ, তাঁর বাবাকে শটগান বলে ডাকা হতো
ছবি: সংগৃহীত
তিনি একজন ভোজনরসিক। থাই ও চায়নিজ খাবার তাঁর পছন্দ
২০০৫ সালে কস্টিউম ডিজাইনার হিসেবে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন
প্রথম সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে ২ বছরে ৩০ কেজি ওজন কমাতে হয়েছিল
বলিউডের ভাইজান সালমান খানের অনুপ্রেরণায় নিজেকে সিনেমার জন্য তৈরি করেন তিনি
তিনি আঁকতে ভালোবাসেন
তিনি বলিউড তারকা সোনাক্ষী সিনহা। তাঁর প্রথম সিনেমার পারিশ্রমিক দান করে দেন
চলতি বছর সোনাক্ষী অভিনীত ওয়েব সিরিজ ‘দাহাস’ মুক্তি পাবে
ল্যাকমে ফ্যাশন উইক ২০০৮–এ তিনি মডেল হিসেবে র‌্যাম্পে হাঁটেন। পরের বছরও তিনি একই র‌্যাম্পে হাঁটেন
সতর্কতার জন্য তিনি সব সময় এক জোড়া অতিরিক্ত জামাকাপড় বহন করেন তাঁর সঙ্গে। পরিহিত পোশাকে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, এ জন্য
গায়িকা হিসেবেও তাঁকে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ ছবিতে গাইতে দেখা গেছে