ছবিতে সৃজিলার বিবাহোত্তর সংবর্ধনা

ভারতের কলকাতার স্বভূমি রাজকুটির হেরিটেজ হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মিথিলা ও সৃজিতের বিবাহোত্তর সংবর্ধনা। আগেই ঢাকা থেকে প্রায় ৫০ জনের একটি দল উড়াল দিয়েছিল। আর টালিউড তারকারা তো ছিলেনই। সৃজিতের ভাষায়, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, “রিসেপশন”। খাঁটি বাঙালি শব্দ—বৌভাত।’ তাই তীব্র সময়–সংকটের মধ্যে দুই মাস পর হলেও অনুষ্ঠিত হল বৌভাত। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৌরভ গাঙ্গুলী, জিৎ গাঙ্গুলী, অপর্ণা সেন, মিমি চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, মিম রশীদ, ইরেশ জাকের, রেদওয়ান রনিসহ আরও অনেকে। সে রাতে দুই বাংলার একঝাঁক তারা যেন নেমেছিল সেই মিলনমেলায়।
রঙের খেলায় দুই বোন মিম ও মিথিলার মাঝে মিম ও ইরেশ জাকেরের কন্যা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আগের দিন বিকেলে রঙের খেলায় মেতেছেন অভিনয়শিল্পী মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। তাঁদের দুজনের সঙ্গে দুই পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। কলকাতার লেক গার্ডেনসে মিথিলার শ্বশুরবাড়ির ছাদে রং খেলায় মেতেছেন সবাই।
রঙের খেলায় দুই বোন মিম ও মিথিলার মাঝে মিম ও ইরেশ জাকেরের কন্যা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আগের দিন বিকেলে রঙের খেলায় মেতেছেন অভিনয়শিল্পী মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। তাঁদের দুজনের সঙ্গে দুই পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। কলকাতার লেক গার্ডেনসে মিথিলার শ্বশুরবাড়ির ছাদে রং খেলায় মেতেছেন সবাই।
মিথিলা তাঁর আমন্ত্রণপত্রে লিখেছিলেন, ‘প্রেম কেবলই একটি রাসায়নিক বিক্রিয়া কি না, জানি না। তবে এটুকু জানি, মুখোমুখি বসে কথপোকথনের পর উপযুক্ত এক্স ফ্যাক্টরের সন্ধান পেলে এখনো প্রেম হয়ে ওঠে সেই ল্যান্ডফোনের দিনগুলোর মতোই মধুর। তাই সস্তা ক্ষোভ আর অ্যাঙ্গার স্টোরির টাইমলাইন পেরিয়ে আবার লাল বেলুনের স্বপ্ন। আপনাদের চেনা মিথিলা আর সৃজিত তাই এখন “হি অ্যান্ড শি” থেকে “মিস্টার অ্যান্ড মিসেস”।’
আমন্ত্রণপত্রের শুরুতে সৃজিত লিখেছিলেন, ‘“আমাকে আমার মতো থাকতে দাও” বলার দিন এবার শেষ। “নৌকার পালে চোখ রেখে” দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত “এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।”’
বাদ যাননি ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীও। ব্যস্ততার ফাঁকে মিথিলা-সৃজিতকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন তিনি।
লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে নব বর সেজেছিলেন সৃজিত। আর কনে মিথিলার পরনে ছিল লাল জামদানি আর গয়না। কপালের ছোট্ট টিপ পূর্ণতা দিয়েছিল সেই সাজে। কানে-গলায় মানানসই সোনার গয়না। আর দুজনের মাঝে দেখা যাচ্ছে টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
বিবাহোত্তর সংবর্ধনা শেষে আজ সৃজিত উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে, সিনেমার শুটিংয়ে। সামনের সপ্তাহে অফিসের কনফারেন্সে ডেনমার্কে যাবেন মিথিলা। সেখান থেকে আবার অফিসের কাজে দক্ষিণ আফ্রিকা। পুরো মার্চ মাসে আর দেখা হবে না সৃজিত-মিথিলার।
আজ থেকে সৃজিত দক্ষিণ আফ্রিকায় ছবির শুটিংয়ের কাজে মন দেবেন। আর মিথিলা অফিস, অভিনয় আর উপস্থাপনায়। এই মাসে আর দেখা হবে না তাঁদের।
মিথিলার সেলফিতে সৃজিত ও বাংলাদেশি পরিচালক রেদওয়ান রনি।
একঝাঁক অতিথির সঙ্গে নবদম্পতি।
অভিনয়শিল্পী ও সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে সৃজিত।
এই ছবিটি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘তোমার কথার রঙ কি লাল, হলুদ সবুজ হালকা নীল, বুঝিবা শুভ্র সাতসকাল, তোমার কথার শঙ্খচিল।’