ঈদ উপলক্ষে আরটিভিতে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘গান শুনবে কি?’। গীতিকার আসিফ ইকবালের লেখা গান গেয়ে জনপ্রিয় হয়েছেন অনেক শিল্পী। এবার তাঁর লেখা গান গেয়েছেন নকিব খান, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, শাকিলা জাফর, কনকচাঁপা, ফাহমিদা নবী, ন্যান্সি, কনা, মাহাদী, এলিটা, রিংকু, নিশিতা, পারভেজ, রন্টি, শফিক তুহিন, বালাম, সাব্বির ও এহসান রাহী। গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন আসিফ ইকবাল।