বিক্ষোভ ছবিতে আইটেম কন্যা হিসেবে দেখা যাবে সানি লিওনিকে। ‘সানি সানি’ শিরোনামের সে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। গত রোববার রাতে কলকাতার লেক টাউনের ফিউশন প্রো স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি।
গুঞ্জন ছিল, গানটি বলিউডের কেউ গাইবেন। কিন্তু ছবির প্রযোজক সেলিম খানের সিদ্ধান্ত, বাংলাদেশের শিল্পীকে দিয়েই গানটি গাওয়ানো হবে। পরে প্রযোজক, পরিচালক ও গানটির সংগীত পরিচালক মিলে কোনালের গাওয়ার ব্যাপারে একমত হন।
কোনাল বলেন, ‘গাইতে ভীষণ ভালো লেগেছে। সংগীত পরিচালক আকাশ খুব সুন্দর করে পরিচালনা করেছেন। মজার একটা গান। আশা করছি, এ গান বছরের সেরা নাচের গান হতে পারে। চলচ্চিত্রের গান মানেই আমার কাছে ভালোবাসার কিছু। আশা ভোঁসলে বলেছিলেন “চলচ্চিত্রে এটা গাইব না, ওটা গাইব না—তা চলবে না”। আমিও তা–ই মানি। সব ধরনের গানই একজন প্লেব্যাক শিল্পীকে গাইতে হয়। আমি সেরাটুকু উজাড় করে গাওয়ার চেষ্টা করেছি।’
কলকাতা থেকে ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও কলাকুশলী—এই ছবির ক্ষেত্রে কোথাও আমরা বিন্দুমাত্র ছাড় দিচ্ছি না। “সানি সানি” গানের ক্ষেত্রেও তাই। গানের স্কেচটা তৈরির পর বড় চ্যালেঞ্জ ছিল গানটি কে গাইবেন? একটা তালিকাও হয়। সবশেষে আমরা একমত হই, কোনাল গানটি গাইবেন।’
সানি মহড়ার জন্য পাঠানো গানটি শুনে প্রশংসা করেছেন। সংগীত পরিচালক আকাশ সেন বলেন, ‘আইটেম গান নিয়ে সবার একটা ধারণা, ভালগারিজম ধরনের কিছু। কিন্তু এটা একেবারেই অন্য রকম। কোনাল চমৎকার একজন শিল্পী। তাঁর সঙ্গে গান করার ইচ্ছে ছিল অনেক দিনের। এবার মিলে গেল।’
৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে ‘সানি সানি’ গানের শুটিং হবে। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। বিক্ষোভ ছবির নায়ক চূড়ান্ত না হলেও নায়িকা হিসেবে কলকাতার শ্রাবন্তীর নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।