ঈদের আমেজ কাটিয়ে উঠেই নতুন ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। আগামীকাল এই অভিনেতার একসঙ্গে দুটি ছবির মহরত হতে যাচ্ছে। একটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’, অন্যটি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। এটি পরিচালনা করবেন সেলিম খান। যদিও ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং বেশ আগেই শুরু হয়ে গেছে।
আগামীকাল ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন ছবি দুটির মহরত হবে। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও একটি ছবির পরিচালক সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে কি না, এ ঘোষণা মহরত অনুষ্ঠানে পেতে পারেন। এখন সে বিষয়টি নিয়েই ভাবা হচ্ছে।’
মহরতের বিষয়ে কথা হয় ছবি দুটির নায়ক শাকিব খানের সঙ্গে। গতকাল এই অভিনেতা কলকাতায় ভারতীয় বাংলা ছবি মাস্ক-এর ডাবিং করছিলেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘ডাবিং শেষ করে ২৬ জুন ঢাকায় ফিরব। ওই দিনই ছবির মহরতে অংশ নেওয়ার ইচ্ছা।’
এদিকে কলকাতা থেকে শাকিব খান আরও জানান, ক্যাপ্টেন খান ও একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবি দুটির গানের শুটিং করতে ১ জুলাই তাঁর থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, দুটি ছবিতেই শাকিব খানের নায়িকা বুবলী।