কারিনার পাশে এবার প্রিয়ামণি

কারিনার এই ট্রল হওয়াটা মানতে পারছেন না প্রিয়ামণি
কারিনার এই ট্রল হওয়াটা মানতে পারছেন না প্রিয়ামণি

বেশ কিছুদিন ধরেই ‘সীতা’ ছবির জন্য বারবার আলোচনায় আসছে কারিনা কাপুরের নাম। এই ছবির জন্য ১২ কোটি রুপি দাবি করেছেন এই বলিউড তারকা। দাবি শুনে নির্মাতারাও পিছু হটেছেন। অন্য ‘সীতা’ খোঁজা শুরু করেছেন তাঁরা। আর নেট–দুনিয়াতেও কারিনাকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

কারিনার এই ট্রল হওয়াটা মানতে পারছেন না প্রিয়ামণি, ‘আমি মনে করি না এর মধ্যে কোনো অন্যায় আছে। কারিনা এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন, যেখানে উনি বলতে পারেন যে কী চান। আপনারা কখনোই ওনাকে এই নিয়ে কটাক্ষ করতে পারেন না। বলতে পারেন না যে উনি ভুল দাবি করেছেন। উনি যোগ্য বলেই দাবি করেছেন।’

প্রিয়ামণি

প্রিয়ামণি নিজেও ট্রলারদের উৎপাতে বেশ বিরক্ত। ‘ফ্যামিলি ম্যান টু’র পর নেট–জনতার এক অংশ একদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ, অপর দিকে অনেকে তাঁর বিরুদ্ধে কটূক্তি করছেন। এই জনপ্রিয় ওয়েব সিরিজে প্রিয়ামণিকে ‘সুচি’র ভূমিকায় দেখা গেছে।

প্রিয়ামণি

অভিনীত এই চরিত্রের জন্য নানানভাবে সমালোচিত হচ্ছেন তিনি। এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘মানুষ ভুলে যায় যে আমরা শুধু কাজ করছি। আমি ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে অর্ধেকের বেশি মানুষ নেতিবাচক মন্তব্য করে। মেসেজে বলা হয় যে সিরিজে ‘শ্রীকান্ত’র সঙ্গে এমন করে আমি অন্যায় করেছি। অনেকে বলে, আমার মতো স্ত্রী যেন কারও কপালে না জোটে।’

প্রিয়ামণি

প্রিয়ামণির মতে, মানুষ পর্দা আর বাস্তবকে এক করে ফেলেন। এই দুই দুনিয়ার মধ্যে তফাত করতে পারেন না। এই দক্ষিণি তারকা বলেছেন, ‘আমি সবাইকে এক এক করে বোঝাতে পারব না যে “সুচি” একটা চরিত্রমাত্র। আর এর অস্তিত্ব শুধু পর্দাতেই। আমি একজন শিল্পী। আর পর্দাতে যেটা করছি, সেটা আমার কাজমাত্র। বাস্তবে আমি এ রকম নই। আর কারও যদি কোনো চরিত্র পছন্দ না হয়, তার জন্য সেই অভিনেতাকে ব্যক্তিগত আক্রমণ করার অধিকার কারও নেই। এটা অনেক বড় অন্যায়।’

বেশ কিছুদিন আগে ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় মৌসুম। রাজ ও ডি কে পরিচালিত এই জনপ্রিয় সিরিজে ‘শ্রীকান্ত’র ভূমিকায় সাড়া ফেলে দেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি।

প্রিয়ামণি

এই সিরিজে ‘শ্রীকান্ত’র স্ত্রী ‘সুচিত্রা আইয়ার’, অর্থাৎ ‘সুচি’র ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ামণি। শিগগিরই ‘ময়দান’ ছবিতে দেখা যাবে প্রিয়ামণিকে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।