‘এই নৌকা আমার। যারা এই নৌকা চায়, তারা কেউ নৌকাকে চেনে না। নৌকাকে তারা ভালোবাসতে জানে না। নৌকায় কখনো হাত দিয়ে দেখেনি, এটা কোন কাঠের তৈরি। আমি জানি এই নৌকা কোন কাঠের তৈরি। তাই এই নৌকা আমার।’ সপ্তাহখানেক আগে প্রথম আলোকে বলেছেন চলচ্চিত্রের বরেণ্য চিত্রনায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আকবর হোসেন পাঠান ফারুক।
আজ শুক্রবার দুপুরে ফারুক জানান, ঢাকা-১৭ আসন থেকে তিনিই নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন। দলের পক্ষ থেকে তাঁকে এমনটাই জানানো হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে তাঁকে।
ঢাকা-১৭ আসন থেকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু গোড়া থেকেই ফারুক ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী। ফারুক বলেছেন, নৌকার হয়ে তিনিই লড়বেন। কারণ তিনি মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি ভীষণ আস্থাশীল। তিনি বলেন, ‘শরিক দলের কেউ যদি নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়, করতে পারেন। কারণ আমার বিশ্বাস, আমার নীতি, আজন্মলালিত আদর্শ, আমার সাহস নিয়ে আমি এগিয়ে যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ আমাকে আরও বেশি সাহসী করেছে। আমি কাউকে ভয় করি না। সবার কাছে আমি শুধু ভালোবাসা চাই, দোয়া চাই।’
ঢাকার গুলশান-বনানী-ঢাকা সেনানিবাস-ভাষানটেকের কিছু অংশ নিয়ে ঢাকা-১৭ আসন। শুরুতে গাজীপুর-৫ (কালীগঞ্জ) থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তাঁকে ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পরামর্শ দেয়। স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ফারুক। তবে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার কথা কখনোই ভাবেননি। ভালোবেসে শুধু চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ ফারুক এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। স্বপ্ন ছিল বাপ-দাদার এলাকা কালীগঞ্জকে ঘিরে। তবে তিনি বলেছেন, দেশের যেকোনো জায়গা থেকে লড়ার মতো যোগ্যতা আছে তাঁর। কারণ সারা দেশের মানুষই তাঁর ভালোবাসার এবং খুব আপন। এরপর দেখা গেল ঢাকা-১৭ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে একটা শঙ্কা দেখা দেয়। সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পান ফারুক। দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন বলে জানান ফারুক।
আওয়ামী লীগের হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারুক। বললেন, ‘আমি জানতাম, নেত্রী আমার ওপর আস্থা রাখবেন। সেই বিশ্বাস মিথ্যা হয়নি। আজ সকালে দলের পক্ষ থেকে কাদের সাহেব (ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ও নানক সাহেব (জাহাঙ্গীর কবির নানক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়ন নিশ্চিতের বিষয়টি অবহিত করেন। দলের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলেছেন।’
ঢাকা-১৭ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন হুসেইন মুহম্মদ এরশাদ আর ২০১৪ সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ। ফারুক বলেন, ৫৭ বছরের লালিত স্বপ্ন এমপি হওয়ার জন্য না, জনগণের সেবা করার জন্য, দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করার জন্য। বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শে নিজেকে পরিচালিত করেছি। মনোনয়ন চূড়ান্ত হওয়ার ব্যাপারটি কতটুকু ভালো লাগতে পারে, সেটা নিশ্চয় বুঝবে সবাই।’
নির্বাচিত হলে কী করবেন? এমন প্রশ্নে ফারুক বললেন, ‘আমি যে এলাকার সাংসদ হওয়ার জন্য লড়ছি, পাস করার পর ওই জায়গা আর ওখানকার মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। ওই এলাকার যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করব। আমার হৃদয়ের ভেতরে যেখানে ভালোবাসা আছে, এলাকার সবাইকে সেখানে রাখতে চাই। আর চলচ্চিত্রকে কখনো ভুলতে পারব না। এই চলচ্চিত্র সব সময় আমার মাথার মুকুট হয়ে থাকবে। চলচ্চিত্রের যেকোনো সমস্যা নিয়েও কথা বলব।’