কলাকেন্দ্রে 'সময়ের গল্প'

সময়ের গল্প চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী হাবীবুর রহমানের সঙ্গে কথা বলছেন শিল্পী রফিকুন নবী। পাশে আর এক অতিথি মাহমুদুল হেলাল। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে কলা কেন্দ্রে। ছবি: প্রথম আলো
সময়ের গল্প চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী হাবীবুর রহমানের সঙ্গে কথা বলছেন শিল্পী রফিকুন নবী। পাশে আর এক অতিথি মাহমুদুল হেলাল। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে কলা কেন্দ্রে। ছবি: প্রথম আলো

মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্রে বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পানুরাগী মাহমুদুল হেলাল আর প্রদর্শনী যাঁর আঁকা রেখাচিত্র নিয়ে, সেই হাবীবুর রহমানকে নিয়ে ওয়াকিলুর রহমান দাঁড়ালেন কয়েকটি ছবির পাশে । তারপর বললেন, ‘ছয় বছর ধরে কলাকেন্দ্রে প্রদর্শনী হচ্ছে। আমাদের কাজ প্রদর্শনী করা এবং প্রদর্শনী নিয়ে আলাপ–আলোচনা করা। শিল্পী হাবীবুর রহমান বাংলাদেশের মানুষ। চারুকলায় পড়াশোনা শেষে ভারতের বরোদা থেকে মাস্টার্স করেছেন। এখন শান্তিনিকেতনে থাকেন।’

হাবীবুর রহমান জানালেন, তাঁর কাজের কথা। বললেন, বাংলাদেশ থেকে শিল্পীরা ভারতে গেলে দেখা হয় তাঁদের সঙ্গে। নিসার হোসেনই বলেছিলেন, ঢাকায় একটা প্রদর্শনী করা হবে। সেটাই এই প্রদর্শনী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন স্মৃতিচারণা করেন, তারপর বলেন, ‘হাবীবের ছবি আমাদের কাছে মনে হয়েছে ওর জীবনের অভিজ্ঞতা এবং ও যেভাবে জীবনযাপন করেছে, তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হাবীবের একটি সহজাত শৈল্পিক মন আছে, ও যা–ই করুক না কেন সেটা শিল্প হয়ে যায়। আমরা করলে হয়তো তা পোস্টার হয়ে যেত। ও পোস্টার করলেও শিল্প হয়।’
অতিথি রফিকুন নবী বলেন, ‘ওর স্বভাবের সঙ্গে ছবিকে মেলানো যাবে না। ও যখন আঁকতে বসে, তখন ও ডিফারেন্ট, যখন ও এঁকে ফেলে তখন ইনডিফারেন্ট, তখন হাবীব একেবারে হাবীব।’
মাহমুদুল হেলাল বলেন, ‘দীর্ঘ সতেরো বছর তার সঙ্গে আমার পরিচয়। সে দেশে এলে একটা কথা সব সময় জিজ্ঞেস করি, ‘চাঁপাইনবাবগঞ্জ গেছ? সে সব সময় সেখানে যায়। নাড়ির টানে। হাবীবুরের রেখাচিত্র, মানুষ ও মানুষ নিয়ে তার কাজ আমার খুবই ভালো লাগে। তার আঁকার গভীরতা নিয়ে এগিয়ে যাক।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় কলাকেন্দ্রে শুরু হয়েছে হাবীবুর রহমানের ‘সময়ের গল্প’ নামের প্রদর্শনীটি। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি।