কলকাতায় বাংলা উৎসবে দুই বাংলার শিল্পীদের গান

কলকাতার রবীন্দ্রসরোবরের নজরুল মঞ্চ মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে ‘বাংলা উৎসব ২০১৯’। তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে বেঙ্গল গ্রুপ ও বন্ধন ব্যাংক। দুই বাংলার শিল্পীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলা উৎসব। গতকাল বিকেলে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষ, বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সেন, নাথিং বিয়ন্ড সিনেমার ব্যবস্থাপনা পরিচালক অরিন্দম শীল, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ। গতকাল উৎসবের প্রথম দিন মঞ্চে যাঁরা গান করেছেন, তাঁদের মধ্য থেকে কয়েকজন শিল্পীর ছবি দেওয়া হলো এখানে।

রবীন্দ্রসংগীত গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত
রবীন্দ্রসংগীত গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত
বাংলা আধুনিক গান গেয়েছেন নচিকেতা। ছবি: সংগৃহীত
রবীন্দ্রসংগীত গেয়েছেন লোপামুদ্রা মিত্র। ছবি: সংগৃহীত
বাংলা আধুনিক গান গেয়েছেন শুভমিতা। ছবি: সংগৃহীত
বাংলা আধুনিক গান গেয়েছেন বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলা আধুনিক গান গেয়েছেন ফাহমিদা নবী। ছবি: সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের গান গেয়েছেন অনুপম রায়। ছবি: সংগৃহীত