‘সারভাইভিং ৭১’

এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন ছবির টিজার

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য
‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অ্যানিমেশন ছবি তৈরি করছেন ওয়াহিদ ইবনে রেজা। ছবির নাম ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’। এর আগে ‘প্রথম আলো’কে তিনি জানিয়েছিলেন, ২০১৮ সালের শেষ নাগাদ এই গল্প নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানাবেন। ওয়াহিদ ইবনে রেজা এখন আছেন কানাডায়। সেখান থেকে আজ সোমবার দুপুরে ‘প্রথম আলো’কে তিনি জানালেন, এরই মধ্যে অ্যানিমেশন ছবির টিজার তৈরির কাজ শেষ হয়েছে। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ওয়াহিদ ইবনে রেজা আজ তাঁর ডব্লিউআইআর ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির ১ মিনিট ৩৯ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন।

ওয়াহিদ ইবনে রেজা

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির ভাবনা প্রসঙ্গে ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘ছবিটি বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। যেহেতু আমার বাবার জীবনের গল্প থেকে এটি লেখা হয়েছে, তাই ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে। ছবিতে দেখা যাবে ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির প্রস্তুতি নিয়ে ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘২০১৭ সালের নভেম্বর মাসে যখন আমি মুক্তিযুদ্ধের অ্যানিমেশন ছবি বানানো বলে ঘোষণা দিই, ১৫ মিনিটের শর্টফিল্মের জন্য স্ক্রিপ্ট লিখে শেষ করি, আমার মাথায় প্রথম যে কথাটা আসে তা হচ্ছে, দেখি এখন কী কী সমস্যা হয়। প্রথম সমস্যা হচ্ছে, আমি নিজে তো আঁকতে পারি না। আমার টিম তৈরি করতে হবে। প্রথমে তৈরি করতে হবে কনসেপ্ট। চরিত্র, প্রপস থেকে শুরু করে নানা ডিজাইন। তারপর স্টোরি বোর্ড। অ্যানিমেশনের ফিল্ম বানানোর এই ধাপকে বলে প্রি-প্রোডাকশন। একটা বেশ ভালো টিম দাঁড় করানো হলো। আমি, প্রোডাকশন ডিজাইনার শরিফুল ইসলাম তামিম আর কনসেপ্ট আর্টিস্ট নাভিদ এফ রাহমান। আমরা তিনজন মিলেই কাজ শুরু করলাম প্রাথমিক ডিজাইনের। প্রথমে নির্ধারণ করা হলো অ্যানিমেশনের স্টাইল। রঙের প্যালেট কী রকম হবে, ব্যাকগ্রাউন্ড কী রকম হবে ইত্যাদি ইত্যাদি। আমাদের লক্ষ্য, প্রথমে দেড় মিনিটের একটা ফার্স্ট লুক টিজার বানাব। যা দেখে দর্শক সিনেমার ধরন, অ্যানিমেশনের ধরন ইত্যাদি বুঝতে পারবে। সেটা দেখিয়ে আমরা ১৫ মিনিটের জন্য ফান্ডিং চাইতে পারব।’

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

ওয়াহিদ ইবনে রেজা আরও বলেন, ‘সাউন্ড ও মিউজিকে প্রথমে কিছু রাফ ট্র্যাক করে সাহায্য করেছে তনয়। পরে সাউন্ড ডিজাইনার হিসেবে দলে যোগ দেয় রাজেশ সাহা ও রিপন নাথের স্টুডিও সাউন্ডবক্স। পাশাপাশি মিউজিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মেঘ দলের গিটারিস্ট ও স্টুডিও কাউবেলের কর্ণধার শোয়েব। দেখতে দেখতে চমৎকার একটা মিউজিক বা আবহসংগীত তৈরি হয়। এদিকে ততক্ষণে অ্যানিমেশন টেস্ট শুরু হয়ে গেছে। কাজটি করেছে মোহাম্মদ শিহাব উদ্দিন আরিফ। অনেক পরিশ্রম করেছেন তিনি আর তাঁর দল। সাইকোর স্টুডিওতে নিজের থ্রিডি দল নিয়ে একটা ট্রেনের মডেল তৈরি করেন আমাদের জন্য। টুডি টেস্টও করেছেন। অবশেষে কানাডার হ্যালিফ্যাক্সের একটি অ্যানিমেশন স্টুডিও, নাম স্টেলার বোর, আমাদের সঙ্গে যুক্ত হয় অ্যানিমেশন করতে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় পুরোদস্তুর অ্যানিমেশন প্রোডাকশন।’

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

জানালেন, ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ নামে এই শর্ট ফিল্মে মূল চরিত্রে থাকছেন জয়া আহসান, মেহের আফরোজ শাওন, তানযীর তুহিন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান আর ওয়াহিদ ইবনে রেজা, মানে আমি নিজে। এ পর্যন্ত পূর্ণাঙ্গ শর্ট ফিল্মের জন্য মেহের আফরোজ শাওনের ভয়েস রেকর্ড করা হয়েছে। আশা করা হচ্ছে, আগস্ট মাসের মধ্যে বাকি সবার ভয়েস নেওয়া হবে। এ ছাড়া টিজারে অতিথি ভয়েস আর্টিস্ট হিসেবে আছেন মোস্তফা সরয়ার ফারুকী, আরিফ আর হোসেন, সাদাত হোসাইন ও কাজী পিয়াল। পূর্ণাঙ্গ শর্ট ফিল্মে অতিথি ভয়েস আর্টিস্ট হিসেবে থাকবেন আরও অনেকেই।

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

ওয়াহিদ ইবনে রেজা হলিউডের সনি পিকচার্সের হয়ে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমেও কাজ করেছেন। এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি।

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির টিজারের দৃশ্য

ভিজ্যুয়াল ইফেক্টসে ওয়াহিদের কাজ করা মুভি ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ ছবি ২০১৭ সালে অস্কারে মনোনয়ন পেয়েছিল। ওয়াহিদ ইবনে রেজা ‘দ্য অ্যাংরি বার্ডস টু’ ছবিতে কাজ করছেন। ২০১৬ সালে মুক্তি পায় হলিউডের ব্লকবাস্টার অ্যানিমেটেড ছবি ‘দ্য অ্যাংরি ‌বার্ডস’। এ বছর আসছে এই সিরিজের নতুন ছবি। আর তাতে কাজ করছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। শিশুতোষ এ ছবির মডেলিং ও ম্যাটপেইন্টিং বিভাগের দায়িত্বে আছেন তিনি।