একের পর এক নতুন নাটক আসছে মঞ্চে। আগের সপ্তাহে প্রাচ্যনাটের পুলসিরাত ছিল ঢাকার মঞ্চের নতুন সংযোজন। নতুন নাটকের মিছিলে গেল বৃহস্পতিবার যুক্ত হয়েছে আরেকটি নাটক, গীতি চন্দ্রাবতী। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নতুন নাটকের উদ্বোধন হয়। সংস্কার নাট্যদল প্রযোজিত নয়ান চাঁদ ঘোষের লেখা নাটকটির মঞ্চ ও সংগীত পরিকল্পনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। এটি সংস্কার নাট্যদলের সপ্তম প্রযোজনা।
আবহমান গ্রামবাংলার প্রাচীন নাট্যরীতির আদলে মৈমনসিংহ গীতিকা থেকে নৃত্য-গীত এবং ছড়ার ছন্দে সংলাপের শৈল্পিক উপস্থাপনায় গীতি চন্দ্রাবতী সাড়া ফেলেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনামী ইসলাম, বাপ্পী সাইফ, ফাতেমা তুজ জোহরা, আশিকুর রহমান, নাবা চৌধুরী, খন্দকার রাকিবুল হক, মাসুদ কবির, হুমায়রা তাবাসসুম, রাকিবুল ইসলাম, মেছবাহুর রহমান, জান্নাত তাসফিয়া, ইগিমি চাকমা, মোস্তফা জামান, উষ্মিতা চৌধুরী, নির্ঝর অধিকারী, মায়ান মাহমুদ, টুটুন চাকলাদার, মোস্তাফিজুর রহমান ও সানাউল্লা।