আগামীকালের ছবি

এক টাকার দেনমোহর

দুই পরিবারের মধ্যে ভীষণ দ্বন্দ্ব লেগে আছে। কেউ কারও ছায়াও দেখতে চায় না। কিন্তু এই দুই পরিবারের ছেলেমেয়েরা এই বিরোধ মানতে চায় না। তারা দুজন সবার অলক্ষ্যে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। যখনই বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়, তখনই দেখা দেয় বিশাল দ্বন্দ্ব। এমনই একটি গল্প নিয়ে পরিচালক এম বি মানিক নির্মাণ করেছেন এক টাকার দেনমোহর ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সোহেল রানা, সুচরিতা, নূতন, সুজাতা, রেবেকা, মিশা সওদাগর, শিবা সানু, ইলিয়াস কোবরা, আফজাল শরিফ ও হারুন কিসিঞ্জার।