গানের ভিডিওতে আর বিশেষ কী থাকবে? কয়েক মিনিটের গানের সঙ্গে মডেল আর শিল্পীর উপস্থিতি। এর বাইরেও যে মাত্র ছয় মিনিটের একটা গানের ভিডিওতে থাকতে পারে একটা আস্ত গল্প, চড়াই-উতরাই, রহস্য আর চমক—এমন খুব কম সময়ই পাওয়া যায়। ‘খোকা’ গানের ভিডিও তেমনই একটা প্রযোজনা। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রায় সব উপকরণই আছে এতে। প্রীতম হাসানের সুরে, তাঁর নিজের কণ্ঠে গাওয়া গানের ভিডিও পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গানটি লিখেছেন নুহাশ ও প্রীতম দুজনে যৌথভাবে। গানচিলের ইউটিউব চ্যানেলে গানের ভিডিও মুক্তির পর এটা নিয়ে কথা বলতে যাই প্রীতমের সঙ্গে। ‘খোকা’ নিয়ে চলে আলাপ—
তারকাবহুল আয়োজন
যে কারণে এই ভিডিওকে একটা ছোটখাটো সিনেমা বলা যায়, তার কারণ হলো এর তারকারা। গায়ক প্রীতম আর নির্মাতা নুহাশ তরুণদের মধ্যে জনপ্রিয়। এর পাশাপাশি সাফা কবির, সিয়াম আহমেদ, এজাজুল ইসলাম হলেন গানের ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ। আর বিশেষ চরিত্রে ফেরদৌস ওয়াহিদ তো সবচেয়ে আকর্ষণীয় সংযোজন। একটা সিনেমায় যেমন একজন নায়ক থাকেন, নায়িকা থাকেন, একজন ভিলেন খল অভিনেতা থাকেন, থাকেন কান্নারত নায়কের মা আর বিবেক, এই গানের ভিডিওতে আছে সেই সব কটি চরিত্র।
ছোট ছোট অনেক কিছু
‘খোকা’ গানটা নাকি তৈরি হওয়ার পর অনেক দিন পড়ে ছিল প্রীতমের গানের গুদামঘরে। মধ্যে একদিন হঠাৎ নুহাশ হুমায়ূন এই গানের ভিডিওর একটা পরিকল্পনা শোনান প্রীতমকে। আর সঙ্গে সঙ্গেই খোকাকে নিয়ে দুজনের তোড়জোড় শুরু হয়ে যায়। প্রীতম জানান, বড় বাজেটের এই গানের ভিডিওর জন্য বড় বিনিয়োগ প্রয়োজন ছিল। মাত্র দুই দিনের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো এসে পৃষ্ঠপোষক হিসেবে ‘খোকা’র অংশ হয়। প্রীতম জানান, আর্থিক দিক থেকে নির্ভার হওয়ার কারণেই মিউজিক ভিডিওর ছোট থেকে ছোট দিকগুলোতেও মনোযোগ দিতে পেরেছিলেন তাঁরা। একটা দিকের কথা বলি। যাঁরা এরই মধ্যে ‘খোকা’ দেখেছেন, তাঁরা খেয়াল করতেও পারেন। গানে সাফা কবির যে হোটেলে ঢোকেন, সেটার নাম দেখানো হয়েছে ‘অ্যালবাট্রস’। মনে আছে, নুহাশ হুমায়ূনের প্রথম প্রযোজনার নামও কিন্তু ছিল হোটেল অ্যালবাট্রস।
মানবিক ‘খোকা’
কথা ছিল ‘খোকা’ মুক্তি পাবে ২৪ মার্চ। কিন্তু গত ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে ‘খোকা’র গানের ভিডিওর প্রচারণায় পরিমিতি আনা হয়। এরপর গত ২৪ মার্চ মারা যান গুণী সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ। শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘খোকা’র মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা আসে। সবশেষ গত ২৮ মার্চ নতুন মুক্তির তারিখের দিনও ঘটে একটি দুর্ঘটনা। ওই বনানীর এফ আর টাওয়ারে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ‘খোকা’র শিল্পী ও কুশলীরা সেই দুর্ঘটনাতেও নিজেদের শোক জ্ঞাপন করেন আর নিজেদের সাফল্য উদ্যাপন পিছিয়ে দেন।
ফেসবুকে ভাইরাল
গত ২৮ মার্চ মুক্তি পাওয়া ‘খোকা’ গানটি ইউটিউবে (গত সোমবার পর্যন্ত) পাঁচ লাখবার দেখা হয়ে গেছে। গানটি নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে তরুণেরা বেশ আলোচনা করছেন। আলোচনা হচ্ছে নুহাশের নির্দেশনা নিয়েও। নুহাশ-প্রীতমের লেখা ‘খোকা’ গানের কয়েকটা লাইন এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়ে গেছে। এর মধ্যে ভাইরাল হওয়া একটা লাইন বলি—‘আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না,/ ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না!’