ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। সে রকম এক তরুণের জীবনের গল্প নিয়ে নির্মিত হলো রাহিতুল ইসলামের উপন্যাস আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে।
আউটসোর্সিং ও ভালবাসার গল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি দারুণ। এটি তরুণ-তরুণীদের স্বাবলম্বী হওয়ার তথ্য দেবে। এ ধরনের গল্প নিয়ে তো আমাদের এখানে তেমন কিছু হয় না। কাজটি করতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো।’
১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। রাইসা চরিত্রে তানজিন তিশা। তিশা বলেন, ‘কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’
আউটসোর্সিং ও ভালবাসার গল্প ছবিটি চলতি মাসের শেষ দিকে ধ্রুব টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।