করোনায় দুই বছর ঘরবন্দী ঈদ উদ্যাপনের পর এবার মুক্তির আনন্দ পেলেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন তাঁরা।
বিনোদন ডেস্ক
‘ঈদ মোবারক সবাইকে’। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ঈদের দিন সন্ধ্যায় সবাইকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক নিরব।সুজানা এখন অভিনয়ে অনিয়মিত। তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। ‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি’খ্যাত গানের শিল্পী তপু তাঁর স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় তারকা জুটি শাবনাজ ও নাঈম। এখন তাঁরা অভিনয়ে একদম অনিয়মিত। অভিনয় না করলেও বিনোদন অঙ্গনের নানান কাজে তাঁদের উপস্থিতি পাওয়া যায়। ঢালিউডের একসময়ের আলোচিত এই পর্দা ও বাস্তব জীবনের জুটি শাবনাজ–নাঈম তাঁদের ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক’।জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক আরফিন রুমী তাঁর স্ত্রী কামরুন্নেসা রুমী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, আমাদের পক্ষ থেকে আপনার পরিবারের জন্য ঈদ মোবারক। এ সময়ের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। ফেসবুকে নিজের ছবিসহ একটি কার্ড বানিয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। চিরকুট ব্যান্ডের সদস্য ইমন চৌধুরী। ব্যান্ডের বাইরেও তিনি তাঁর কাজের জন্য বেশ প্রশংসিত। ঈদের দিন তিনি স্ত্রী, সন্তান, বাবাসহ পরিবারের অন্যদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা।
বিজ্ঞাপন
তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ এখন দেশের বাইরে অবস্থান করছেন। নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাই লিখেছেন, ‘বিদেশে দেশি ঈদ।’ অভিনয়শিল্পী দম্পতি নাদিয়া ও নাঈম তাঁদের পরিবারের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ফেসবুকে নাদিয়া লিখেছেন, ‘আমাদের ঈদ. . . দেশে এবং বিদেশে!! সবাইকে ঈদ মোবারক। দশ বছর পর আম্মু বাংলাদেশে ঈদ করছে আমাদের সাথে, যদিও নন্দু মনি (নাদিয়ার ছোট বোন) নাই। সবার ঈদ অনেক আনন্দে কাটুক।ক্লোজআপ তারকা রাজীব তাঁর স্ত্রী ও সন্তানের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক’। অভিনয়শিল্পী শারমীন জোহা শশী ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটা ঈদের বিকেল’।