কিছুদিন আগে ইউটিউবে মুক্তি পায় শাকিব খান ও বুবলীর ঈদের ছবি ‘সুপার হিরো’র টিজার। আলোচিত এই টিজারে অন্য রকম এক শাকিব খানকে দেখেছেন দর্শক। কিন্তু কয়েক দিন না যেতেই গতকাল শুক্রবার থেকে ইউটিউবে আর দেখা যাচ্ছে না টিজারটি। পরিচালক আশিকুর রহমান বলছেন, ‘হুট করেই আমার ছবির টিজার গায়েব হয়ে গেছে।’
এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয় ‘সুপার হিরো’ ছবির শুটিং। গত মাসের শেষ সপ্তাহে ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শুটিং শেষ হয়। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খান ও বুবলী ছাড়া ছবিতে আরও অভিনয় করেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি প্রমুখ।
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এবার ঈদের সঙ্গে যেহেতু বিশ্বকাপ ফুটবল জড়িত, তাই পরিচালক ও প্রযোজক আগেভাগে ছবিটির প্রচারণা শুরু করেছেন। তারই অংশ হিসেবে লাইভ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান ছবিটির টিজার প্রকাশ করে। এরপর গান আর ট্রেলার ছাড়ার পরিকল্পনা থাকলেও টিজার গায়েব হয়ে যাওয়ায় বিরক্ত প্রযোজক তাপসী ঠাকুর। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আমার ছবি, আমার গান, আমার ছবির দৃশ্য নিয়ে টিজার—উল্টো ইউটিউব আমাকেই ব্লক করে দিল। শুনেছি একাত্তর টেলিভিশন আমার ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে, যেখানে ছবির টিজার ব্যবহার করেছে। এরপর তারা ইউটিউবে আপলোড করেছে। শুনেছি এদের ইউটিউব যাঁরা দেখাশোনা করেন, তাঁদের অভিযোগে আমাদের টিজার বন্ধ হয়ে গেছে। সবকিছুই ষড়যন্ত্র। ছবিটি নিয়ে আমি নানা জটিলতায় আছি। একের পর এক সব খোঁড়া যুক্তি শুনছি।’
একাত্তর টেলিভিশন চ্যানেলের ভুলের জন্য ‘সুপার হিরো’ ছবির ফার্স্ট লুক কেউ দেখতে পারছে না।—এমনটাই মনে করছেন ছবিটির পরিচালক আশিকুর রহমান। তিনি বলেন, ‘ইউটিউবে অটোমেটিক ক্লেইম অপশনের জন্য আমাদের কনটেন্ট আসল হওয়ার পরও স্বয়ংক্রিয়ভাবে “সুপার হিরো”র ফার্স্ট লুকের ওপর অভিযোগ যায়। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল শুধরে আগামীকাল রোববার তাদের ইউটিউব থেকে অভিযোগ তুলে নেওয়া হবে। কিন্তু ঈদের আগে টেলিভিশন চ্যানেলের ভুলের খেসারত আমি কেন দেব! বাংলাদেশে তরুণ নির্মাতাদের কেন বারবার অন্যের ভুলে খেসারত দিতে হচ্ছে? আমি কার কাছে অভিযোগ করব? কার কাছে আমি বিচার চাইব?’
বিষয়টি নিয়ে একাত্তর টেলিভিশনের আইটি বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের একটি সংবাদে “সুপার হিরো” ছবির ট্রেলার প্রচারিত হয়। আমাদের প্রতিষ্ঠানের কনটেন্টগুলো আবার ইউটিউবে আপলোড করা হয়। হয়তো ভিডিও কনটেন্টগুলো যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইউটিউবে আপলোড করা হয়, সেই প্রতিষ্ঠানের অভিযোগের কারণে সাময়িকভাবে তা বন্ধ হয়ে গেছে। আমাদের ইউটিউব কনটেন্টের যাবতীয় কার্যক্রম দেশের বাইরে পরিচালিত হয়। শনিবার আর রোববার অফিস বন্ধ। আশা করছি, সোমবারের মধ্যে এই সমস্যা মিটে যাবে।’
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চমৎকার লোকেশন নির্মিত হয়েছে ‘সুপার হিরো’। প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘সুপার হিরো’। শিগগিরই ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি।