সংস্কৃতি সংবাদ

আবদুল হাই মাশরেকী স্মরণে দুদিনব্যাপী অনুষ্ঠান

লোককবি আবদুল হাই মাশরেকী গ্রামবাংলার জনপ্রিয় পালাগান রচয়িতা। তাঁর লেখা ‘রাখাল বন্ধু’, ‘জরিনা সুন্দরী’, ‘আল্লা মেঘ দে ছায়া দে’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক ‘দুখু মিয়ার জারি’ ও হজরত আবু বকর (রা.)-এর জীবন নিয়ে পুঁথি লিখেছেন। ১ এপ্রিল ছিল এই লোককবির ৯৬তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী স্মরণে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল শুরু হওয়া দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কবির সাহিত্যকর্ম, জীবনদর্শন নিয়ে আলোচনা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে আবৃত্তি ও কাব্যনৃত্য পরিবেশন করে বঙ্গলোক। এরপর পালানৃত্য জরিনা সুন্দরী পরিবেশন করে গ্লোরিয়া কিশলয় কচিকাঁচার মেলা। অনুষ্ঠানে আধুনিক ও পল্লিগীতি পরিবেশন করেন বেতার ও টিভির শিল্পীরা। এ অনুষ্ঠানেই বেশ কয়েকজন আবৃত্তি শিল্পীকে সংবর্ধনা ও কবি আবদুল হাই মাশরেকী স্মৃতিপদক দেওয়া হয়।