আজ নায়কের বিয়ে

সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী
সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী

শাকিব খান ও আরিফিন শুভর পর চলচ্চিত্রে এ সময় যে নায়কের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি সিয়াম আহমেদ। মাত্র দুটি সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র তিনি নিজের প্রতিভা আর সম্ভাবনার কথা জানান দিয়েছেন। আজ রোববার সন্ধ্যায় দেশের চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় এই নায়কের বিয়ে। রাজধানীর একটি রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় হবে সিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে শুধু দুই পরিবারের খুব কাছের মানুষেরাই উপস্থিত থাকবেন।

গায়েহলুদ অনুষ্ঠানে শাম্মা রুশাফি অবন্তী ও সিয়াম আহমেদ

পড়াশোনার পাশাপাশি কয়েক বছর আগে শুধু বিজ্ঞাপনচিত্র আর নাটকে অভিনয় করতেন সিয়াম। এ বছরে তাঁর অভিষেক হয় চলচ্চিত্রে। পরপর দুটি ছবি ব্যবসাসফল হওয়ায় দেশের তরুণদের মনে জায়গা করে নেন এই নায়ক। সিয়ামের অভিনয় ও ব্যক্তিত্বে অল্প সময়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের আস্থায় পরিণত হন। অনেক চলচ্চিত্র পরিচালক তাঁকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহী হন। হঠাৎ গত শুক্রবার রাতে জানা যায়, সিয়াম বিয়ে করতে যাচ্ছেন। সেদিন কনে শাম্মা রুশাফি অবন্তীর বারিধারার বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর গতকাল শনিবার সন্ধ্যায় সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গায়েহলুদ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে সিয়াম আহমেদ

বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাঁদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁরা জীবনসঙ্গী হিসেবে শুরু করছেন সংসারজীবন। আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হবে। প্রথম আলোকে বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ।

গায়েহলুদ অনুষ্ঠানে পর্দার বন্ধুদের সঙ্গে সিয়াম আহমেদ

‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দিয়ে তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন সিয়াম। এ সময়ের জনপ্রিয় একজন নায়কের বিয়েতে পরিবারের সদস্য ছাড়া কাউকে দেখা যাচ্ছে না কেন? সিয়াম বলেন, ‘এটা একেবারেই ঘরোয়া আয়োজন। আমাদের দুই পরিবার চেয়েছে নিজেদের মতো করে আয়োজনটি করতে। হুট করেই সিদ্ধান্ত। তাই সহকর্মীদের কাউকে বিয়েতে দাওয়াত দিতে পারিনি। নতুন বছর সুবিধাজনক একটি সময়ে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা আছে।’

চিত্রনায়ক সিয়ামের দুই ছবির প্রযোজক আবদুল আজিজ ও তাঁর স্ত্রীর সঙ্গে সিয়াম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেছেন শাম্মা রুশাফি অবন্তী। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন। সিয়ামও পড়াশোনায় ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।

গায়েহলুদ অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নেচেছেন সিয়াম আহমেদ

চার বছর আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু সিয়ামের। তারও দুই বছর আগে থেকে বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। তবে চলচ্চিত্রে এসে বেশি সফলতা পেয়েছেন সিয়াম। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দহন’ ছবিটি সিয়ামের জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, বাংলাদেশের সিনেমায় নির্ভরতার একটি নাম হতে পারে সিয়াম। শুধু অভিনয় নয়, সিয়ামের ব্যক্তিত্বও চলচ্চিত্রের সবাইকে মুগ্ধ করে।

প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সেলফিতে সিয়াম আহমেদ