আজীবন সম্মাননা পাচ্ছেন পোলানস্কি

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন খ্যাতিমান ও বিতর্কিত পরিচালক রোমান পোলানস্কি। জুরিখ চলচ্চিত্র উত্সবে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। আয়োজকেরা বলেছেন, ২২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত জুরিখ চলচ্চিত্র উত্সব চলবে। ২৭ সেপ্টেম্বর পোলানস্কির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজকদের ভাষ্যমতে, ‘আমরা তাঁর কাজের বিশেষ অনুরাগী। তাঁকে সম্মানিত করতে পারাটা আমাদের জন্য গর্বের। এর আগেও গুণী এই পরিচালক অস্কার, ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে পোলানস্কিকে ৪২ দিন জেল খাটতে হয়েছিল। সে ১৯৭৭ সালের কথা। সে সময় মার্কিন কারাগার থেকে ছাড়া পেলেও আরও বেশি সাজা দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় পোলানস্কি যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছিলেন। এর পর থেকে বেশির ভাগ সময় তিনি ফ্রান্সেই কাটিয়েছেন। বিবিসি।