পর্দায় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য নান্দনিকভাবে যাঁরা উপস্থাপন করেন, সেই চিত্রগ্রাহকদের অনেকেই করোনার মধ্যে কষ্টে দিনযাপন করছেন। চলচ্চিত্রের চিত্রগ্রাহকদের সমিতির কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী। তিনি সংগঠনটির তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন। করোনার এই সংকটে কবরীর কাছ থেকে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞ সমিতির সভাপতি জ্যেষ্ঠ্য চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। প্রথম আলোকে আজ সোমবার সকালে এই খবর জানান তিনি।
জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জনের মতো। আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘অনেকে গ্রামে চলে গেছেন। লকডাউনের কারণে কেউ আসতেও পারছে না। আসার ব্যবস্থাও নাই। সব মিলিয়ে বেশ অসহায় অবস্থায় আছেন অনেকেই। কবরী ম্যাডামের সঙ্গে এসব নিয়ে আলাপের একপর্যায়ে নিজে থেকেই উদ্যোগী হলেন, যা ছিল বেশ ভালো লাগার। কবরী ম্যাডামের কাছ থেকে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’
আবদুল লতিফ বাচ্চু আরও বলেন, ‘কবরী ম্যাডামের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। নতুনদের মধ্যে তো কাউকে চিনিও না। আলাপ হচ্ছিল আমাদের সদস্যদের সমস্যা নিয়ে। তখন তিনি নিজ থেকে আগ্রহী হয়ে এই টাকাটা দিতে চাইলেন। দেশের এই যে সংকটের সময়, এই লাখ টাকা কাজ দেবে কোটি টাকার। তাঁর এমন ভালোবাসায় আমরা কৃতজ্ঞ থাকব।’
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতি অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে একমাত্র কবরী অর্থসহায়তা দিলেন। লতিফ বাচ্চু বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা কী জানেন, আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাতও পাততে পারি না। আমাদেরও হয়েছে সবচেয়ে বড় সমস্যা।’
কবরী বলেন, ‘চলচ্চিত্রের সবার সঙ্গে কমবেশি বিভিন্ন ইস্যুতে আমার আলাপ হয়। এই করোনায়ও সবার খোঁজখবর নিচ্ছিলাম। এর মধ্যে শুনলাম, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির অনেকেই কষ্টে আছেন। তারপর আমি বাচ্চু ভাইকে বললাম, সামান্য কিছু সহায়তা আমার পক্ষ থেকে করতে চাই, যাতে সাময়িকভাবে তাঁরা কিছুটা ভালো থাকতে পারেন। দরকার হলে পরবর্তী সময়ে আরও পাশে থাকার চেষ্টা করব। এটা আমার একান্ত ব্যক্তিগত উদ্যোগ। আমি যেহেতু এই শিল্পের মানুষ, তাই এখানকার মানুষের জন্য আমার আলাদা ভালোবাসা কাজ করে। সব সময় চেষ্টাও করি, আমার সামর্থ্যের মধ্যে যা কুলায়, তা দিয়ে অসহায় ও অসচ্ছলের পাশে থাকার চেষ্টা করি। এবারও আমি নানাভাবে থাকার চেষ্টা করেছি, চিত্রগ্রাহক সমিতির বিষয়টিও সেটার একটা অংশ।’
করোনার আগে কবরী শুরু করেছিলেন তাঁর নতুন সিনেমা ‘এই তুমি সেই তুমি’র শুটিং। কয়েক দিন শুটিংয়ের পর করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শুটিং বন্ধ করে দেন। সরকারি অনুদানের এই ছবি পরিচালনার পাশাপাশি কবরী অভিনয়ও করবেন। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহেল রানা, মাহমুদ সাজ্জাদ, রিয়াদ রায়হান ও নিশাত সালওয়া।