অভিজিৎ থাকছেন না

গায়ক অভিজিৎ সাওয়ান্তের ভক্তরা এবার বোধহয় একটু হতাশই হবেন। খবর রটেছিল, হুসেইন কুজেরওয়ালার সঙ্গে পরবর্তী ইন্ডিয়ান আইডলে উপস্থাপক হিসেবে থাকছেন অভিজিৎ। কিন্তু পাকা খবর হচ্ছে, সাবেক এই ইন্ডিয়ান আইডল পরবর্তী রিয়েলিটি টিভি শোর উপস্থাপক হিসেবে থাকছেন না। হুসেইনকে একাই পুরো অনুষ্ঠান টেনে নিতে হবে। অবশ্য কর্তৃপক্ষ তাঁর ব্যাপারে বেশ আশাবাদী। ওয়েবসাইট।