অনেক ছাড় দিয়েছেন শার্লিন

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে শার্লিন ফারজানা। ছবি: সংগৃহীত
‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে শার্লিন ফারজানা। ছবি: সংগৃহীত

প্রথম সিনেমা বলে কথা। ছোট পর্দা থেকে হতে যাচ্ছেন বড় পর্দার নায়িকা। তাই অনেক ছাড় দিতে হয়েছে শার্লিন ফারজানাকে। এই অভিনেত্রীকে প্রথমবারের মতো বড় পর্দায় পাওয়া যাবে ১৩ মার্চ। সেদিন মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে শার্লিন বলেন, ‘প্রথমবার বড় পর্দায় আসছি। এ জন্য অনেক ছাড় দিতে হয়েছে। এক বছর আমি ছোট পর্দায় কোনো কাজ করি না। এর মধ্যে ২৭টি নাটকের প্রস্তাব পেয়েছিলাম। সেগুলো করিনি। অনেক নির্মাতা ফোন করেছেন, শুধু সিনেমার স্বার্থে সেসব কাজ করতে রাজি হইনি। কারণ, নির্মাতার নিষেধ।’ পরিচালক ছবির নায়িকাকে বলে দিয়েছিলেন, বড় পর্দায় আসার আগে ছোট পর্দায় বিরতি থাকা দরকার। ছবি মুক্তির আগে তাঁকে কোথাও দেখা না যায়, সেটা নিশ্চিত করতে হবে। অন্য কোনো কাজে যুক্ত হওয়ার সেই কড়াকড়ি মেনে চলছেন শার্লিন।

প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন শার্লিন। তিনি বলেন ‘খুব যত্ন নিয়ে কাজ করেছি। ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে যখন যে সমস্যার কথা বলা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়েছি। অনেক সময় প্রধান সহকারী ডাবিং নিয়েছেন। সেটা নির্মাতার মনমতো হয়নি, আবার দিয়েছি। সবকিছুই ঠিকঠাক করেছি কিন্তু প্রমোশনে অনেক পিছিয়ে আছি। এটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে।’

শার্লিন ফারজানা। ছবি: সংগৃহীত

ছবিটির প্রচারণা নিয়ে ছবিসংশ্লিষ্ট সবার একটা পরিকল্পনা থাকে। সেভাবে সবাই একটা প্রস্তুতি নিয়ে রাখে। এই ছবির ক্ষেত্রে ঠিক সে রকমটি হচ্ছে না বলে অনেকটা অভিমান ব্যক্ত করেন ছবির প্রধান নারী চরিত্রের অভিনেত্রী শার্লিন ফারজানা। তিনি বলেন, ‘পরিকল্পনাটা আমাদের সেইভাবে জানানো হচ্ছে না। এত ছাড় দিলাম, কিন্তু প্রচারণার ক্ষেত্রে আমি পিছিয়ে পড়েছি। যেখানে যা করতে চাই, নির্মাতার অনুমতি নিতে হবে! কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং বইমেলায় প্রমোশন করতে চেয়েছি, সেখানেও ‘না’ করে দেওয়া হয়েছে। বিজয় টিভিতে প্রচারণায় যেতে পারিনি। দেশ টিভিতে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছি। নিজের ছবির প্রচারণার জন্য সবাই অপেক্ষা করে। এত দিনের কষ্টের ফসলটা আমি পেতে যাচ্ছি, এটা আমরা উপভোগ করব, সেই সুযোগ নেই। ছবিটা কতটা ব্যবসা করবে, সেটা বড় কথা নয়।’

এত এত অভিমান করে পরে নিজ উদ্যোগেই ছবির প্রচারণা চালাচ্ছেন শার্লিন। তিনি বলেন, ‘ছবি মুক্তি মানেই একটা আনন্দের মধ্যে থাকা। ছবির টিম না করলেও ব্যক্তিগত উদ্যোগেই আমি প্রচার চালাচ্ছি।’ নির্মাতা মাসুদ হাসান বলেন, ‘আমাদের পরিকল্পনা ১০ মার্চ থেকে সিনেমার প্রচারণা শুরু হবে। মুক্তির পরও সেটা চলমান থাকবে।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ শার্লিন ও বর্ষণ। ছবি: সংগৃহীত

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে শার্লিনের নায়ক ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন পরিচালক নিজেই। একটি গান করেছেন অর্থহীন ব্যান্ডের বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবিটি মুক্তি পাচ্ছে রেড অক্টোবরের ব্যানারে।