এবিসির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

অনলাইনভিত্তিক নির্মাতাদের নিয়ে আয়োজন

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবিসি রেডিওতে আজ রয়েছে অনলাইনভিত্তিক তরুণ নির্মাতাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টার এ অনুষ্ঠানে থাকবেন অনলাইনে নানা রকম অনুষ্ঠানের নির্মাতারা। এবিসি রেডিওর বর্ষপূর্তি উপলক্ষে বিকেল চারটায় অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিকেল পাঁচটায় স্টুডিও থেকে শুরু হবে সরাসরি মিউজিক্যাল আড্ডা। রাত ৮টায় থাকবে এবিসি টপচার্টের আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিশেষ আয়োজন, ৯টায় তৌহিদ আফ্রিদিকে নিয়ে আয়োজন, রাত ১০টায় বিশেষ লুক হুজ টকিং, রাত ১১টায় মিউজিক্যাল আড্ডা।

এফএম ৮৯.২ ফ্রিকোয়েন্সিতে শোনার পাশাপাশি এবিসির ফেসবুক পেজেও দেখা যাবে নির্বাচিত বেশ কিছু অনুষ্ঠান।
গত বৃহস্পতিবার রাত ১২টায় একটি কেক কাটা হয় রেডিও স্টেশনে। এর আগে কণ্ঠশিল্পী কোনালের গানের মধ্য দিয়ে শুরু হয় ‘গানে গানে এবিসি রেডিওর বর্ষপূর্তি উদ্‌যাপন’। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। কণ্ঠশিল্পী রেহান ছিলেন উপস্থাপনায়।