শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে একটি বেসরকারি শিক্ষক সংগঠন যে প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে শিক্ষা উপদেষ্টা অবহিত নন এবং সেই অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে তিনি সম্মতিও দেননি। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর সুপারিশ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অনলাইনভিত্তিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। এটি ছিল বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া। বেসরকারি শিক্ষকদের মধ্যে যাঁরা নিজ এলাকা ও পরিবার থেকে দূরে আছেন, তাঁদের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা অনলাইনভিত্তিক এই বদলির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু এই প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন ২৬ ডিসেম্বর তাদের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রচারণা চালাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের কোনো অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা অবহিত ছিলেন না এবং সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতিও দেননি।