হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

এসএসসি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করার দাবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

এসএসসি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার এক বিবৃতিতে পরিষদ বলেছে, সরস্বতী পূজার পরদিন ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। দেবী আরাধনার দিন পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং তার পরদিন পরীক্ষায় অংশগ্রহণ করা হিন্দু সম্প্রদায়ের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। পূজার পরদিনই পরীক্ষা নেওয়ার বিষয়টি ‘ধর্মীয় স্বাধীনতা’ ও ‘ধর্মীয় অনুভূতি ক্ষুণ্নের অপপ্রয়াস’ বলেও মনে করে পরিষদ।

বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিনজন সভাপতি ঊষাতন তালুকদার, নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করার দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।